এই মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘদিনের পরীক্ষিত গোলকিপার ডেভিড ডি গিয়ার স্থলাভিষিক্ত হয়ে আগমন ঘটে ক্যামেরুনের গোলকিপার আন্দ্রে ওনানার। তবে ওল্ড ট্রাফোডে আসার পর থেকেই একের পর এক ভুলে ইউনাইটেড সমর্থকদের কপালের ভাঁজ বাড়াচ্ছেন ২৭ বছর বয়সী এই গোলকিপার। চ্যাম্পিয়নস লিগে জয়বিহীন থাকা দলটি এই গোলকিপারের ভুলে আবার হেরেছে।
এক মৌসুম পর ইউরোপের মর্যাদাপূর্ণ এই লিগে প্রথম ম্যাচে ফিরেই বায়ার্ন মিউনিখের কাছে হারে ইউনাইটেড। তবে মঙ্গলবার রাতে আরো বড় ধাক্কা খেয়েছে এরিক টেন হাগের দল। ঘরের মাঠে গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল দল গালাতাসারায়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ৩-২ ব্যবধানে হারে তিনবারের শিরোপাজয়ী দলটি।
ম্যাচে দুই দফা এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিক ইউনাইটেড। অন্যদিকে দুই দফা পিছিয়ে পড়েও ১০ মিনিটে দুই দফা জালের দেখা পেয়ে অসাধারণ এক জয় তুলে নেয় গালাতাসারায়। শেষ দিকে মিডফিল্ডার ক্যাসমিরোর লাল কার্ড ইউনাইটেডের হারের হতাশা আরও বাড়িয়েছে।
ওল্ড ট্রাফোর্ডে দিন ম্যাচটি শুরু থেকে ছিল আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর। ১৭ মিনিটে দারুণ এক হেডে ইউনাইটেডকে এগিয়ে দেন র্যাসমাস হোয়ালুন্দ। তবে ২৩ মিনিটেই সমতা ফেরান উইলফ্রেড জাহা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
৬৭ মিনিটে ফের গোল করে ম্যান ইউনাইটেডকে এগিয়ে দেন র্যাসমাস। তবে এবারও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। অতিথিদের হয়ে চার মিনিট পরেই সমতা ফেরান মহম্মদ করিম আকতুরকোগলু। এরপর ৭৭ মিনিটে আন্দ্রে ওনানার ভুল পাসের জোড়ে গালাতাসারায়ের আক্রমণ ঠেকাতে গিয়ে লাল কার্ড দেখেন ক্যাসেমিরো। ফলে বাকি সময়টা ১০ জনের দল নিয়ে খেলতে হয় ম্যান ইউকে। এই সুযোগে আক্রমণ বাড়ায় গালতাসারায়। দ্রুত জালের দেখাও পেয়ে যায় দলটি। ৮১তম মিনিটে গালাতাসারের হয়ে জয়সূচক গোল করেন মাওরো ইকার্ডি।
এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই ম্যাচেই হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। মর্যাদাপূর্ণ এই আসরে এতটা বাজে শুরু আগে কখনো হয়নি ইংলিশ ক্লাবটির। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য এখান থেকে অসাধারণ কিছুই করতে হবে রেড ডেভিলসদের।
মন্তব্য করুন