বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ফ্রিকিক থেকে চোখ ধাঁধানো এক গোল করেছিলেন লিওনেল মেসি। ম্যাচের ৮৯ মিনিটে মাঠ থেকে বিশ্বকাপজয়ীকে উঠিয়ে নেন কোচ স্কালোনি। এমনকি অস্বস্তিতে থাকায় বলিভিয়ার বিপক্ষে একাদশে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। বাছাইপর্ব মিশন শেষ করে মায়ামি শিবিরে ফিরলেও রাতে আটলান্টার বিপক্ষে বিশ্রামে থাকবেন আর্জেন্টাইন মহাতারকা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। তবে হালকা হ্যামস্ট্রিং চোটের কারণে দলের সঙ্গে আটলান্টায় যাননি আর্জেন্টাইন অধিনায়ক।
মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ২৭তম ম্যাচটি খেলতে আটলান্টার উদ্দেশে উড়াল দিয়েছে মায়ামি। তবে দলের সঙ্গে যাননি দলের মহাতারকা মেসি। মায়ামিতে বিশ্রামে থাকবেন ক্লান্ত এই আর্জেন্টাইন। আর তাই এই মৌসুমে কৃত্তিম ঘাসের পিচে প্রথমবারের মতো নামতে পারছেন না মেসি।
মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো জানান, মেসির হালকা চোট আছে তাছাড়া কিছুটা অস্বস্তি ও ক্লান্তি রয়েছে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মায়ামি অধিনায়ক। তাই বলিভিয়ার পর আটলান্টা ম্যাচও মিস করছেন মেসি। আগামী ২০ সেপ্টেম্বর হোম ভেন্যু ডিআরভি পিএনকে স্টেডিয়ামে টরেন্টোর বিপক্ষেও না খেলার সম্ভাবনা আছে এই তারকার।
অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে খেলবে ইন্টার মায়ামি। মূলত হাউস্টন ডায়নামেরা বিপক্ষে পুরো ফিট মেসিকে পেতে চান টাটা মার্টিনো। আর সেই কারণেই বিশ্রামে রয়েছেন এলএমটেন।
মন্তব্য করুন