‘চুমুকাণ্ডে’ অবশেষে পদত্যাগ করলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এর আগে, নারী ফুটবলার হেনি হারমোসোর ঠোঁটে চুমু দেওয়ার দায়ে রুবিয়ালের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন রুবিয়ালেস। শুধু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকেই নয়, উয়েফার নির্বাহী কমিটির সহসভাপতির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন রুবিয়ালেস।
এর আগে বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো ‘চুমুকাণ্ডে’র ঘটনায় রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন। দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ করেন। নতুন করে আনা এই অভিযোগের ফলে ৪৬ বছর বয়সী রুবিয়ালেসকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, বিশ্বকাপের ফাইনালের পর এই ঘটনায় রীতিমতো ঝড় বয়ে গেছে। ঘটনার পর সমালোচনার মুখে ফিফার নিষেধাজ্ঞায় পড়েন রুবিয়ালেস। এরই মধ্যে ছাঁটাই হয়েছেন রুবিয়ালেসের কাছের মানুষ হিসেবে পরিচিত স্পেনকে বিশ্বকাপ জেতানো ৪২ বছর বয়সী কোচ হোর্হে ভিলদাও। যদিও তাকে বরখাস্তের কারণ জানানো হয়নি।
মন্তব্য করুন