আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক দ্বিতীয় ও শেষ প্রীতি ফুটবলে ম্যাচে ১-০তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রীতি ফুটবল ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে বাংলাদেশ।
কিংস অ্যারেনায় বৃষ্টি বিঘ্নিত প্রথমোর্ধে ফুটবল থেকে শারীরিক শক্তি প্রর্দশনে বেশি মনোযোগী ছিল দুদলের ফুটবলাররা। আফগানদের দুটি শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বাংলাদেশ গোলকিপার জিকো। তবে ম্যাচের ৩৮ মিনিটে আফগান গোলপোস্টে জোড়ালো শট নেন রাকিব। সফরকারী গোলকিপার দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। ৪৫ মিনিটের গোলের সহজ সুযোগ মিস করে লাল-সবুজ জার্সিধারীরা। প্রতিপক্ষের ডি-বক্সে বল পেয়েও গোল করতে পারেনি।
বিরতি থেকে ফিরে এসে বারবার আক্রমণে উঠে আসে বাংলাদেশ। ভেজা মাঠে খেই হারিয়ে ফেলে আফগান ডিফেন্ডাররা। ম্যাচে ৫২তম মিনিটে কর্নার কিক থেকে গোল হজম করে বাংলাদেশ।
মন্তব্য করুন