আফগানিস্তানের বিপক্ষে আর্ন্তজাতিক প্রীতি ফুটবলে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র-তে শেষে করেছে জামাল ভূঁইয়ারা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রীতি ফুটবল ম্যাচের প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি বাংলাদেশ ও আফগানিস্তান। সমানতালে লড়লেও আফগান ডিফেন্স লাইন ভাঙতে পারেনি জামাল-মোরসালিনরা।
কিংস অ্যারেনায় ম্যাচের তিন মিনিটের মাথায় কর্নার আদায় করে নেয় আফগানিস্তান। ফুটবল থেকে শারীরিক শক্তি প্রর্দশনে বেশি মনযোগী ছিল দুদলের ফুটবলাররা। বারবার বাংলাদেশের ডিফেন্স লাইনে আক্রমণ করলেও গোলপোস্টে দুটি শট নিতে পারে আফগানিস্তান। ম্যাচের ৩৮ মিনিটে আফগান গোলপোস্টে জোড়ালো শট নেন রাকিব। তবে সফরকারী গোলকিপার দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। ৪৫ মিনিটের সময় কর্নার কিক থেকে আসা বল জটলার মধ্যে পেয়েও গোল করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা।
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো (গোলকিপার), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, জাঁমাল ভূইয়া, সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়,রাকিব হোসেন ও শেখ মোরসালিন।
মন্তব্য করুন