স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকাকে নির্যাতন, ব্রাজিল দল থেকে বাদ পড়লেন অ্যান্তোনি 

অ্যান্তোনির জেলও হতে পারে। ছবি: সংগৃহীত
অ্যান্তোনির জেলও হতে পারে। ছবি: সংগৃহীত

একসময় একটা কথা প্রচলিত ছিল ফুটবল বিশ্বে। ব্রাজিলের সুপারস্টার হওয়ার সবচেয়ে বড় শর্ত হলো নামের সঙ্গে বিতর্ক থাকতে হবে। সাবেক গ্রেট সব ব্রাজিলিয়ান ফুটবলারের নারী, বান্ধবী কিংবা পার্টি, বিতর্ক ছাড়া জীবনটাই যেন অপূর্ণ। পাতো, রবিনহোর মত অনেক সম্ভাবনাময় ফুটবল প্রতিভার অপমৃত্যু ঘটেছে কেবলমাত্র মাঠের বাইরের এসব বিতর্কের জন্য। এমনকি হালের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের নামের পাশেও আছে বিভিন্ন অপবাদ। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন আরেক তরুণ ব্রাজিলিয়ান অ্যান্তোনি।

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই উইঙ্গারকে সম্ভাবনাময় প্রতিভা হিসেবেই বিচার করেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে নারীঘটিত অপরাধে জড়িয়ে সেই ক্যারিয়ারকে অপমৃত্যুর দিকে ঢেলে দিচ্ছেন তিনি। সাবেক প্রেমিকার অভিযোগে এবার বিশ্বকাপ বাছাইয়ের দল থেকেও বাদ পড়েছেন। তার বদলে ডাক পেয়েছেন ইনজুরি ফেরত আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল জেসুস।

অ্যান্তোনির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের বিরুদ্ধে বান্ধবীকে নিপীড়ন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। একাধিকবার নাকি তাকে আঘাতও করেছেন ম্যান ইউনাইটেডের এই তারকা।

ব্রাজিলের গণমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, ক্যাভালিনের সঙ্গে ২০২১ সালে সম্পর্ক হয় আন্তোনির। ক্যাভালিনের গর্ভে এই ফুটবলারের সন্তানও এসেছে। ২০২২ সালের ১ জুন প্রথম ক্যাভালিনকে আঘাত করেন অ্যান্তোনি। ওই সময় ক্যাভালিনের অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর আরও বেশ কয়েকবারই এই নারীর ওপর চড়াও হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

অ্যান্তোনি দাবি করেছেন, তার সাবেক বান্ধবী বেশ কয়েকবার বিবৃতি বদলেছেন। তিনি অবশ্য জানিয়েছেন, দুপক্ষই একাধিকবার নিজেদের একে অন্যের বিপক্ষে মৌখিকভাবে চড়াও হয়েছেন। তবে শারীরিকভাবে আঘাতের কোনো ঘটনাই ঘটেনি।

অ্যান্তোনি তার ওপর আনা অভিযোগকে মিথ্যা বলে দাবি করলেও ব্রাজিলের ফুটবল ফেডারেশন একে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে। আগামী ৯ ও ১৪ সেপ্টেম্বর বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘যে ঘটনা প্রকাশ্যে এসেছে এবং এ ব্যাপারে যেহেতু তদন্ত হওয়া প্রয়োজন, তাই ভুক্তভোগী, খেলোয়াড় ও ব্রাজিলিয়ান জাতীয় দলের স্বার্থে ফেডারেশন তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক / মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটক নারী ড. ইউনূসের মেয়ে নন

কাঁচামালের সংকট দেখিয়ে টেক্সটাইল কারখানায় শ্রমিক ছাঁটাই

রংপুরে মাটি লুটের মহোৎসব ঝুঁকিতে কালুরঘাট সেতু

জাকের বীরত্বে ক্যারিবীয়দের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় হচ্ছে : ডা. এম জেড জাহিদ

কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

সূর্যের আলো থেকে শত কোটি টাকা আয় চীন-পাকিস্তানের!

জনগণের প্রত‍্যাশা অনুযায়ী ক্রীড়াঙ্গন গড়ে তোলা হবে : আমিনুল হক 

আলো ফিরে পেতে চান গুলিবিদ্ধ নাহিদ

১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ মূল হোতা গ্রেপ্তার

১০

দুই বন্ধুর মাছের বারবিকিউ, মাসে বিক্রি ৬ লাখ টাকা

১১

ফেনীতে জামায়াতের সহযোগিতায় নতুন ঘর পেলেন সুধীর রঞ্জন মজুমদার

১২

বিপিএলের থিম সংয়ে অবদান রেখেছেন ড. ইউনুসও

১৩

কেপি শর্মা অলির বেইজিং সফর কী বার্তা দিচ্ছে?

১৪

জবির ছাত্র ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা

১৫

পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১৬

‘স্বৈরাচারের দোসররা দেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত’

১৭

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণে সুদের হার নামল ৪ শতাংশে

১৮

বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত : খেলাফত মজলিস

১৯

ক্রীড়াঙ্গনে হট্টগোল, ব্লেম-গেম চলছেই!

২০
X