আন্তর্জতিক প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে আজকের ম্যাচটি ছিল বিশেষ। প্রথমবার বেসরকারি কোনা স্টেডিয়ামে জাতীয় ফুটবল দল ম্যাচ খেলল। তবে এমন একটি দারুণ মুহূর্ত রাঙাতে পারলেন না জামাল-জিকোরা। কিন্তু রাকিব-মোরসালিনদের গোল ব্যর্থতায় গোলশূন্য ড্র-তে শেষ হয় প্রথম ম্যাচটি ।
কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে কোনো দলই জিততে পারেনি। ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আফগানিস্তান-বাংলাদেশ। ম্যাচ শুরুর ৭ম মিনিটের সময় রাকিব ক্রস করলেও বলের নাগাল পাননি মোরসালিন। ১৬তম মিনিটে ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক জামালের ফ্রিকিক থেকে বল পান মোরসালিন। তার প্রচেষ্টা অবশ্য রুখে দেন আফগান ডিফেন্ডার। ২৬তম মিনিটে ডি-বক্সের আফগান ওয়ালিজাদার জোরালো শট তারিক কাজী পা দিয়ে দিক পরিবর্তন করে দেন। প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি।
বিরতি থেকে ফিরে আফগানিস্তানের সঙ্গে সমানতালে আক্রমণ চালায় বাংলাদেশ। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সুযোগটি মিস করেন বাংলাদেশের ওয়ান্ডার বয় শেখ মোরসালিন। ৫৫ মিনিটে রাকিবের বাড়ানো বলে গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। মোরসালিনের নেওয়া শট পোস্টের ওপর দিয়ে যায়। মিনিট সাতেক পর মিস করেন রাকিবও। তবে ৬১ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে বল পেয়েও বারের ওপর দিয়ে মারেন ইশা ফয়সাল। ৫ মিনিট পরেই আফগান ফুটবলারের শট বার ঘেঁষে বাইরে চলে যায়। ৭২ মিনিটে ভুল ট্যাকেল করে হলুদ কার্ড দেখেন সোহেল রানা। বারবার বাংলাদেশের রক্ষণে আক্রমণ চালালেও ব্যর্থ করে দেয় তপু-তারেকরা। ফলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচটি।
মন্তব্য করুন