বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে আন্তর্জতিক অঙ্গনে পথচলা শুরু হল বসুন্ধরা কিংস অ্যারেনার। ক্রিকেটর পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে ফুটবলে লড়ছে জামাল ভূঁইয়ারা।
সাফ চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম আন্তর্জতিক ম্যাচ খেলছে বাংলাদেশ। সামনে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের আগে নিজেদের ঝালাই করে নেওয়া। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল।
রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচের একাদশে রয়েছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মোরসালিন। সাফ প্রতিযোগিাতার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো আছেন গোলপোস্ট সামলানোর দায়িত্বে। লাল-সবুজদের রক্ষণ সামলাবেন তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ ও ইসা ফয়সাল।
মিডফিল্ডের দায়িত্বে আছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তাকে সঙ্গ দিবেন তরুণ ফুটবলার হৃদয়, দুই সোহেল রানা। আক্রমণভাগের নেতৃত্ব থাকছে যথারীত মোরসালিন ও রাকিবের ওপরই।
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো (গোলকিপার), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), মো. হৃদয়, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।
মন্তব্য করুন