বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজকের দিনটি ভীষণ ব্যস্ততার। এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নামবেন সাকিবরা। অন্যদিকে বসুন্ধরার কিংস অ্যারেনায় মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। তবে দুই অঙ্গনেই লাল-সবুজদের প্রতিপক্ষ আফগানিস্তান।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল।
আর্ন্তজাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন ঢাকায় অবস্থান করছে আফগানিস্তান ফুটবল দল। জামাল ভূঁইয়াদের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে আফগানরা। দই দেশের প্রথম ম্যাচটি বিকেলে অনুষ্ঠিত হবে। আর আজকের এই ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হচ্ছে বসুন্ধরার কিংস অ্যারেনার।
২০১৮ সালে দেশের ফুটবলের শীর্ষ স্তরে পদার্পণ করে বসুন্ধরা কিংস। পাঁচ বছরের মধ্যে মাঠ ও মাঠের বাইরে ইতিহাস সৃষ্টি করছে ক্লাবটি। বাংলাদেশের প্রথম বেসরকারি স্টেডিয়াম হিসেবে বসুন্ধরার কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। যা ফুটবল তো বটেই, দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অন্যতম এক মাইলফলক হিসেবে বিবেচিত।
বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষের ফুটবলের প্রতি গভীর টান রয়েছে। ঘরোয়া ফুটবলের গ্যালারিতে দর্শক না এলেও জাতীয় দলের ম্যাচগুলোতে গ্যালারি ভর্তি সমর্থক দেখা যায়। চলতি বছরে ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি নিয়ে প্রবল আগ্রহ রয়েছে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।
এশিয়া কাপের পাশাপাশি বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচের টিভি সম্প্রচার স্বত্ব কিনেছে বসুন্ধরা গ্রুপের ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস। তবে একই সময়ে ম্যাচ দুটি হওয়ায় বাংলাদেশ-আফগানিস্তানের এশিয়া কাপের ম্যাচ সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে দুদলের প্রথম ফুটবল ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
মন্তব্য করুন