বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ
ইংলিশ প্রিমিয়ার লিগ

হলান্ডের হ্যাটট্রিকে ‍সিটির জয়, ঘরের মাঠে হারল চেলসি

সিটি ও টটেনহাম জয় পেলেও হেরেছে চেলসি। ছবি : সংগৃহীত
সিটি ও টটেনহাম জয় পেলেও হেরেছে চেলসি। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ম্যাচ আর আর্লিং হলান্ড গোল পাবে না এমনটি কি হয়! গত মৌসুমে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে এসে সিটির জার্সি গায়ে গোল করা একপ্রকার নেশা বানিয়ে ফেলেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার। আগের মৌসুমে বিপক্ষ দলগুলোকে গোল বন্যায় ভাসিয়ে গত মৌসুমের সেরা খেলোয়াড়ের ট্রফিও জিতেছেন এই সপ্তাহে। তবে শেষ তিন ম্যাচ ঘরের মাঠে গোল পাননি সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

সিটি সমর্থকদের তিন ম্যাচ হলান্ডের গোল না দেখার আক্ষেপটা বেশ ভালোভাবেই মিটল। তিন ম্যাচ গোল না পাওয়া হলান্ড হ্যাটট্রিকই করে ফেললেন । প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হলান্ডের তিন গোলের সুবাদে ফুলহামকে ৫-১ ব্যবধানে হারিয়েছে সিটি। অপর দুটি গোল করেছেন জুলিয়ান আলভারেজ ও নাথান অ্যাকে।

চলতি মৌসুমে এ নিয়ে প্রথম চার ম্যাচেই জয় দেখল ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠ ইতিহাদে ফুলহামের বিপক্ষে সিটির প্রথম গোলটি আসে আলভারেজের কাছ থেকে। ৩১ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে গোলটিতে সহায়তা করেন হলান্ড। এর দুই মিনিট বাদেই টিম রিয়ামের গোলে সমতা ফেরায় ফুলহাম। প্রথমার্ধের বিরতির বাঁশির আগমুহূর্তে বির্তকিত এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় সিটি। ফিল ফোডেনের সহায়তায় সিটিকে দ্বিতীয় গোলটি এনে দেন ডিফেন্ডার অ্যাকে।

প্রথমার্ধে গোল না পাওয়া হলান্ডই পরের অর্ধে করেন তিন গোল। ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন ফুলহাম রক্ষণের ভুলে পেয়ে। আর ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন আলভারেজ পেনাল্টি আদায় করলে সেটা কাজে লাগিয়ে। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সিটির পঞ্চম আর ব্যক্তিগত তৃতীয় গোল করেন হলান্ড।

এই গোলেই প্রিমিয়ার লিগে দারুণ এক রেকর্ডে নাম লেখান হলান্ড। মাত্র ৩৯ ম্যাচেই প্রিমিয়ার লিগে ৫০ গোলে অবদান (৪১ গোল, ৯ অ্যাসিস্ট) রাখলেন নরওয়েজীয় এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে এত দ্রুত এই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেননি। এত দিন শীর্ষে ছিল ম্যানচেস্টার ইউনাউটেডের কিংবদন্তী অ্যান্ড্রু কোলের ৪৩ ম্যাচে ৫০ গোলে অবদান।

বর্তমান চ্যাম্পিয়নরা ছন্দে থাকলেও দলবদল বাজারে সবচেয়ে বেশি খরচ করা চেলসি হাটছে উল্টো পথে। নটিংহাম ফরেস্টের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে মরিসিও পচেত্তিনোর দল। এটি চার ম্যাচের মধ্যে চেলসির দ্বিতীয় পরাজয়।

সিটি নিজেদের মাঠে ৫ গোল করলেও স্টামফোর্ড ব্রিজে এক গোলের দেখাও পায়নি চেলসি। নটিংহাম ফরেস্টের বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা ৪৮ মিনিটে যে গোলটি করেন, সেটি নিয়েই বাজে শেষের বাঁশি। এ নিয়ে চলতি মৌসুমে চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট খুইয়েছে চেলসি।

তবে চেলসি হারলেও প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা টটেনহাম জয় পেয়েছে। কাকতালীয়ভাবে টটেনহামও করেছে ৫ গোল। তাদের ৫ গোলের ৩টি আবার একজনের পাঁ থেকেই এসেছে। দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিনের হ্যাটট্রিকে বার্নলিকে ৫-২ গোলে হারিয়েছে টটেনহাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ব্যবসায়ীদের ঘরে ফিরতে ভয়, দুর্বৃত্তদের উৎপাত

ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন

দুই মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্রসংগঠনগুলো

বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় স্বাস্থ্য কর্মসূচির অর্জন উদযাপিত

অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর করা হয়েছে : নিউইয়র্ক টাইমস

চুয়েটে গণিত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল 

গুলশানের বটতলা বস্তিতে আগুন

নোবিপ্রবিতে ‘ল্যাবরেটরি অব এনিমেল রিসার্চ’ উদ্বোধন

যুবদল নেতা হত্যায় ১০ বছর পর আ.লীগের ৩৪ নেতাকর্মীর নামে মামলা

বাগেরহাটে বিএনপি নেতা বহিষ্কার

১০

ঠাকুরগাঁওয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীর ভিড় 

১১

সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আমির হামজা

১২

সাভারে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার

১৪

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

১৫

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ না : আবু হানিফ

১৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা

১৭

হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

১৮

বিমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

১৯

ঢাকায় মিশন বসিয়ে ভিসা দেবে রোমানিয়া, ভুয়া বললেন রাষ্ট্রদূত

২০
X