স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ
ইংলিশ প্রিমিয়ার লিগ

হলান্ডের হ্যাটট্রিকে ‍সিটির জয়, ঘরের মাঠে হারল চেলসি

সিটি ও টটেনহাম জয় পেলেও হেরেছে চেলসি। ছবি : সংগৃহীত
সিটি ও টটেনহাম জয় পেলেও হেরেছে চেলসি। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ম্যাচ আর আর্লিং হলান্ড গোল পাবে না এমনটি কি হয়! গত মৌসুমে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে এসে সিটির জার্সি গায়ে গোল করা একপ্রকার নেশা বানিয়ে ফেলেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার। আগের মৌসুমে বিপক্ষ দলগুলোকে গোল বন্যায় ভাসিয়ে গত মৌসুমের সেরা খেলোয়াড়ের ট্রফিও জিতেছেন এই সপ্তাহে। তবে শেষ তিন ম্যাচ ঘরের মাঠে গোল পাননি সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

সিটি সমর্থকদের তিন ম্যাচ হলান্ডের গোল না দেখার আক্ষেপটা বেশ ভালোভাবেই মিটল। তিন ম্যাচ গোল না পাওয়া হলান্ড হ্যাটট্রিকই করে ফেললেন । প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হলান্ডের তিন গোলের সুবাদে ফুলহামকে ৫-১ ব্যবধানে হারিয়েছে সিটি। অপর দুটি গোল করেছেন জুলিয়ান আলভারেজ ও নাথান অ্যাকে।

চলতি মৌসুমে এ নিয়ে প্রথম চার ম্যাচেই জয় দেখল ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠ ইতিহাদে ফুলহামের বিপক্ষে সিটির প্রথম গোলটি আসে আলভারেজের কাছ থেকে। ৩১ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে গোলটিতে সহায়তা করেন হলান্ড। এর দুই মিনিট বাদেই টিম রিয়ামের গোলে সমতা ফেরায় ফুলহাম। প্রথমার্ধের বিরতির বাঁশির আগমুহূর্তে বির্তকিত এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় সিটি। ফিল ফোডেনের সহায়তায় সিটিকে দ্বিতীয় গোলটি এনে দেন ডিফেন্ডার অ্যাকে।

প্রথমার্ধে গোল না পাওয়া হলান্ডই পরের অর্ধে করেন তিন গোল। ৫৮ মিনিটে প্রথম গোলটি করেন ফুলহাম রক্ষণের ভুলে পেয়ে। আর ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন আলভারেজ পেনাল্টি আদায় করলে সেটা কাজে লাগিয়ে। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সিটির পঞ্চম আর ব্যক্তিগত তৃতীয় গোল করেন হলান্ড।

এই গোলেই প্রিমিয়ার লিগে দারুণ এক রেকর্ডে নাম লেখান হলান্ড। মাত্র ৩৯ ম্যাচেই প্রিমিয়ার লিগে ৫০ গোলে অবদান (৪১ গোল, ৯ অ্যাসিস্ট) রাখলেন নরওয়েজীয় এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে এত দ্রুত এই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেননি। এত দিন শীর্ষে ছিল ম্যানচেস্টার ইউনাউটেডের কিংবদন্তী অ্যান্ড্রু কোলের ৪৩ ম্যাচে ৫০ গোলে অবদান।

বর্তমান চ্যাম্পিয়নরা ছন্দে থাকলেও দলবদল বাজারে সবচেয়ে বেশি খরচ করা চেলসি হাটছে উল্টো পথে। নটিংহাম ফরেস্টের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে মরিসিও পচেত্তিনোর দল। এটি চার ম্যাচের মধ্যে চেলসির দ্বিতীয় পরাজয়।

সিটি নিজেদের মাঠে ৫ গোল করলেও স্টামফোর্ড ব্রিজে এক গোলের দেখাও পায়নি চেলসি। নটিংহাম ফরেস্টের বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা ৪৮ মিনিটে যে গোলটি করেন, সেটি নিয়েই বাজে শেষের বাঁশি। এ নিয়ে চলতি মৌসুমে চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট খুইয়েছে চেলসি।

তবে চেলসি হারলেও প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা টটেনহাম জয় পেয়েছে। কাকতালীয়ভাবে টটেনহামও করেছে ৫ গোল। তাদের ৫ গোলের ৩টি আবার একজনের পাঁ থেকেই এসেছে। দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিনের হ্যাটট্রিকে বার্নলিকে ৫-২ গোলে হারিয়েছে টটেনহাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় সুপ্রিম কোর্ট / হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াক্ফ বোর্ডে হিন্দু থাকবে কেন?

পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান!

ক্লাসরুম ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দিল্লি বিশ্ববিদ্যালয়ে!

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

নব্য আওয়ামী লীগের রূপরেখা : ভারতের বার্তা ও নেতাদের পরিকল্পনা

সান সিরোতে মহাকাব্য, বায়ার্নকে টপকে সেমিতে ইন্টার

বার্নাব্যুর ম্যাজিকে কাজ হলো না, ঘরের মাঠে হেরে বিদায় রিয়ালের

নির্বাচন নিয়ে অস্পষ্টতা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে : সাইফুল হক

ইসরায়েলিদের নিয়ে ব্রিটিশ রানির বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে আহ্বান জানাল ছাত্রশিবির

১০

‘শোভাযাত্রার পেছনের শিল্পীদের বিদেশ থেকে হুমকি’

১১

ইসরায়েলের স্বপ্নভঙ্গ : বাংলাদেশ দিল শেষ সিদ্ধান্ত

১২

নববর্ষে গুণী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল সীবলী সংসদ

১৩

এবার সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে শোকজ

১৪

ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের

১৫

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের হানা, যে প্রমাণ মিলল

১৬

চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার দুই

১৭

মোদিকে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করতে বললেন মমতা

১৮

এসএ গ্রুপের ‘চ্যাম্পিয়ন ডিলারস্‌ রিট্রিট’ অনুষ্ঠিত

১৯

বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল ও সুতা আমদানি বন্ধ

২০
X