২০২২/২৩ মৌসুমে সিটিজেনদের ‘ট্রেবল’ জয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয়ের পথে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন হলান্ড। যার কারণে ইংল্যান্ডের প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ)-এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন এই নরওয়েজিয়ান।
মঙ্গলবার (২৯ আগস্ট) ম্যানসিটির এই গোলমেশিনকে এই সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচিত করে (পিএফএ)।
১৯৭৩-৭৪ মৌসুম থেকে পুরুষ ও নারীদের ফুটবলে (পিএফএ) বর্ষসেরা পুরস্কার দিয়ে আসছে। ইংলিশ ও অ্যাস্টন ভিলার স্ট্রাইকার র্যাচেল ড্যালে নারীদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নারীদের তরুণ বর্ষসেরার পুরস্কারটি জিতেছেন চেলসি তারকা লরেন জেমস।
পুরুষদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হতে ম্যানসিটির নিজ সতীর্থ কেভিন ডি ব্রুইন ও জন স্টোনস, আর্সেনালের মার্টিন ওডেগোর, বুকায়ো সাকা ও টটেনহ্যাম হটস্পারের সাবেক ও বর্তমান (বায়ার্ন মিউনিখ) তারকা হ্যারি কেইনকে পেছনে ফেলেছেন হলান্ড।
পুরস্কারটি জয়ের পর অনুভূতি প্রকাশ করে হলান্ড বলেন, ‘এটি জিততে পারা আমার জন্য সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার এবং আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মৌসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, কখনো ভাবিনি।’
মন্তব্য করুন