স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন ম্যাচে খেলবেন না মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাবটির হয়ে খেলা ৯ ম্যাচে গোল করেছেন ১১টি। তবে এর জন্য বিশ্বকাপজয়ীকে খেলতে হয়েছে টানা ৭১৪ মিনিট। এত লম্বা সময় ধরে টানা খেলতে থাকা মেসির শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত মায়ামির কোচ টাটা মার্টিনো। শারীরিক ধকল কমাতে বেশ কিছুদিন ধরে ৩৫ বছর বয়সী মেসিকে বিশ্রামে পাঠানোর আলোচনা চলছে।

তবে বিশ্রামে পাঠানোর আগেই সাতবারের ব্যালন ডি’অর জয়ীর এমএলএসেও অভিষেক হয়েছে আজ। রোববার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় নিউইয়র্ক রেডবুলসের মাঠ রেডবুল অ্যারেনায় এমএলএসের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নিউইয়র্ক রেড বুলস। ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে মেসির দল। আজকের ম্যাচের পর অবশ্য মায়ামি কোচ জানান, তিন ম্যাচের জন্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে পাচ্ছে না ফ্লোরিডার দলটি। তবে চোটজনিত বা বিশ্রামজনিত কারণে নয়, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতেই তিনি ক্লাব থেকে ছুটি পাচ্ছেন।

বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর লিওনেল স্কালোনির দল দ্বিতীয় বাছাইয়ের ম্যাচটি খেলবে বলিভিয়ায়। ঠিক কাছাকাছি সময়েই ৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসের বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর স্পোর্টিং কানসাসের বিপক্ষে মায়ামির ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোতে মেসির থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

সাম্প্রতিক সময়ে টানা খেলে যাওয়া মেসির স্বাস্থ্যের দিকে তাকাতে হচ্ছে মায়ামি কোচকে। ম্যাচের পরই তাই মেসিকে কয়েকদিন বিশ্রামে রাখার কথা জানিয়ে দিয়েছেন মার্টিনো। সেই সঙ্গে আন্তর্জাতিক ব্যস্ততার কারণে ক্লাব থেকে ছুটির সময়ও বাড়ছে। এক বিবৃতিতে আর্জেন্টাইন এই কোচ বলছেন, ‘এটি (নিউইয়র্কের বিপক্ষে) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জয়। এরপর মেসিকে ছাড়াই আমাদের কিছু সময় কাটাতে হবে। জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ায় অন্তত তিন ম্যাচে তাকে পাবে না মায়ামি। একইভাবে পরের বছরও কিছু সময় যাবে। তবে আমাদের বুঝতে হবে যে, সে না থাকলেও আমাদের ভালো ফল করতে হবে।’

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে বিবেচনায় রেখেই আসন্ন ম্যাচ দুটির জন্য স্কোয়াড দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

তবে মায়ামি কোচের আশা, আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) ন্যাশভিলের বিপক্ষের ম্যাচে মেসিকে শুরুর একাদশে পাবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২৪ ঘণ্টায় ৩৪ বিমান হামলা

ভূগর্ভের গভীরতম হোটেল ‘ডিপ স্লিপ’

পিরামিড তৈরির প্রায় এক হাজার বছর আগে নির্মিত হয় স্টোনহেঞ্জ

৭০ লাখ টাকার হাঁসের ডিম বিক্রি যে হাটে

টেসলাকে কি টেক্কা দেবে চীনের বিওয়াইডি?

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

০৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

কুয়াশার চাদরে রাজধানী, বাড়ছে শীতের তীব্রতা

ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিল ছাত্রদল

কেজিতে ১ টাকায় মিলছে মুলা ও ফুলকপি

১০

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৩

বিদেশিদের ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না : বাবুল

১৪

কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

১৫

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুবির এমওইউ স্বাক্ষর

১৬

নিখোঁজের ৬ দিন পর যুবকের মাটিচাপা লাশ উদ্ধার

১৭

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সম্পাদক মহিউদ্দিন

১৮

সুশাসন নিশ্চিতে বিচারব্যবস্থার সংস্কার প্রয়োজন : এমরান চৌধুরী

১৯

কুড়িগ্রামে যুবলীগ নেতা হাসেম আলী গ্রেপ্তার

২০
X