বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায় রচিত হয়েছে। প্রথমবারের মতো ফুটবল ইতিহাসে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিজেদের গড়া এলিট একাডেমির ফুটবলারদের নিলামে প্রায় ৭০ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
শনিবার (২৬ আগস্ট) রাজধানী ঢাকার একটি হোটেলে বাফুফে এলিট একাডেমির ১০ ফুটবলারকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নিলাম অনুষ্ঠান। যেখানে সর্বোচ্চ ১৩ লাখ ২৫ হাজার টাকায় বসুন্ধরা কিংস কিনে নিয়েছে এলিট একাডেমির গোলকিপার মোহাম্মাদ আসিফকে।
বাফুফের নিলাম থেকে সর্বোচ্চ ৬ জন ফুটবলারকে কিনে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফেরা ব্রাদার্স ইউনিয়ন। এ ছাড়া বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ফর্টিস এফসি একজন করে খেলোয়াড় দলে ভিড়িয়েছে। পুলিশ এফসি ও ঢাকা মোহামেডান কোনো খেলোয়াড়কে নিলাম থেকে কিনতে পারেনি।
১০ ফুটবলারকে নিলাম করে ক্লাবগুলোর কাছে মোট ৬৯ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করেছে বাফুফে। তবে নিলামের পুরো টাকাই পাচ্ছেন না তরুণ ফুটবলাররা। মোট প্রাপ্ত টাকা ফেডারেশনের সঙ্গে ভাগাভাগি করে নিবেন খেলোয়াড়রা।
বাফুফের নিয়ম অনুসারে, এলিট একাডেমির ফুটবলারদের নিলামে প্রাপ্ত মূল্যের ৬০ ভাগ পাবে বাফুফে। আর বাকি ৪০ ভাগ পাবে খেলোয়াড়। সেই হিসাবে এলিট একাডেমির ১০ ফুটবলারকে বিক্রি করে মোট ৪১ লাখ ৮৫ হাজার টাকা পাবে বাফুফে। অন্যদিকে ২৭ লাখ ৯০ হাজার টাকা পাবেন ১০ ফুটবলার।
মন্তব্য করুন