স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
বাফুফের নিলাম

সর্বোচ্চ ১৩ লাখ টাকায় বসুন্ধরা কিংসে আসিফ

বাফুফে এলিট একাডেমির গোলকিপার মোহাম্মদ আসিফ। ছবি : সংগৃহীত
বাফুফে এলিট একাডেমির গোলকিপার মোহাম্মদ আসিফ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায় রচিত হয়েছে। প্রথমবার দেশের ফুটবল ইতিহাসে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমির ১০ জন তরুণ ফুটবলারকে নিলামে তোলা হয়েছে। সেখানে সর্বোচ্চ ১৩ লাখ ২৫ হাজার টাকায় বসুন্ধরা কিংসে বিক্রি হয়েছেন একাডেমির গোলকিপার মোহাম্মদ আসিফ।

শনিবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে নিলামের আয়োজন করে বাফুফে। যেখানে প্রথম রাউন্ডে ১০ ফুটবলারের ৯ জন বিক্রি হলেও দ্বিতীয় রাউন্ডে বাকি ফুটবলার দল পেয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরে আসা ব্রাদার্স ইউনিয়ন নিলাম থেকে সর্বোচ্চ ৬ জন ফুটবলারকে দলে নিয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্র, বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি প্রত্যেকে একজন করে ফুটবলারকে দলে ভিড়িয়েছে। ঢাকা মোহামেডান নিলামে অংশ নিলেও কোনো খেলোয়াড় কিনতে পারেনি।

বাফুফে এলিট একাডেমির ১০ জন ফুটবলারকে দুটি ক্যাটাগরিতে ভাগ করে নিলাম অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ৬ ফুটবলারের ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ৪ জনের ভিত্তিমূল্য রাখা হয় ৪ লাখ টাকা। এক বছরের জন্য ফুটবলারকে পেতে বাফুফের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ক্লাবগুলো।

নিলামে সর্বোচ্চ ১৩ লাখ ২৫ হাজার টাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে বিক্রি গোলকিপার হয়েছেন মোহাম্মদ আসিফ। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যের গোলকিপারকে পেতে বিডিংয়ে অংশ নেয় বসুন্ধরা কিংস, আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে বসুন্ধরা কিংসের।

দ্বিতীয় সর্বোচ্চ ৯ লাখ টাকায় মিডফিল্ডার চন্দন রায়কে দলে ভিড়িয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তৃতীয় খেলোয়াড় হিসেবে নিলামে তোলা এটাকিং মিডফিল্ডার আসাদুল মোল্লাকে ৭ লাখ ৭৫ হাজার টাকায় কিনে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। নিলামের চতুর্থ ফুটবলার সেন্টারব্যাক ইমরান খানকে ৪ লাখ ভিত্তিমূল্যেই দলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ৫ম ফুটবলার সাজেদ হাসানকে ৭ লাখ ২৫ হাজার টাকায় দলে টানে ফর্টিস এফসি।

১৮ বছর বয়সী লেফটব্যাক আজিজুল হককে নিয়ে ঝামেলা বাধে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানের মধ্যে। ভিত্তিমূল্য ৫ লাখে ব্রাদার্স বিড করলে মোহামেডান দাবি করে ৫ লাখ ২৫ ডেকেছে সাদা-কালো জার্সিধারীরা। সে সময়ে আজিজুলকে ব্রাদার্সের খেলোয়াড় হিসেবে ঘোষণা দেয় নিলামকারী। এতেই ক্ষুব্ধ হয়ে নিলাম পরিত্যাগের ঘোষণা দেয় মোহামেডানের প্রতিনিধিরা। তবে প্রথম রাউন্ডের শেষে ১০ লাখ টাকায় আজিজুলকে পেয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।

ফরোয়ার্ড সুমন সরেন ও ডিফেন্ডার সিরাজুল ইসলামকে ভিত্তিমূল্য ৪ লাখেই পেয়েছে ব্রাদার্স। ২০২২-২৩ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মোহামেডানের হয়ে খেলা স্ট্রাইকার মিরাজুল ইসলামকেও ৬ লাখ ৫০ হাজার টাকায় দলে ভিড়িয়েছে ব্রাদার্স।

বাফুফে সভাপতি সালাউদ্দিন উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘এলিট একাডেমি নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে আমাদের। তবে আমরা সেগুলো কানে তুলিনি। আমরা ভেবেছি যে, একটি একাডেমি আমরা করতে পারব। সেটা করতে পেরেছি এবং সেখান থেকে খেলোয়াড় বেরোচ্ছে। এটা অবশ্যই ভালো দিক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৬ হাজার টাকার জন্য হত্যা করা হয় হোসাইনকে

সম্পত্তি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচার মৃত্যু

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

ছাগলকাণ্ড : মতিউরের স্ত্রী লায়লা কানিজ কারাগারে

জয়ী না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প

পুলিশ সদস্যদের ওপর অটোরিকশাচালকদের হামলা, আহত ৪

খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক 

টাকার বিনিময়ে পুত্রশোক ভোলা যায় না : শহীদ আশরাফুলের মা

এক উপজেলায় বছরে ৬০ জনের অপমৃত্যু

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা

১০

দ্রুত সেরে উঠুক আশিক রহমান, কামনা রাষ্ট্রদূত মুশফিকের 

১১

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা : আসিফ নজরুল

১২

ধার-দেনা করে আলু চাষ, লাভের বদলে কাঁধে ঋণের চাপ

১৩

যে শঙ্কায় পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ

১৪

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

১৫

দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

১৬

সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

১৭

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা 

১৮

ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৯

আন্দোলন-ধর্মঘটে ‘কার্যত অচল’ রাবি, ব্যাহত শিক্ষার পরিবেশ

২০
X