‘ফেয়ার প্লে’র চেতনাকে আহত করা হচ্ছে — এমন মন্তব্য করে রেফারি বিতর্কে রিয়াল মাদ্রিদকে সরাসরি আক্রমণ করলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। কোপা দেল রে ফাইনালের আগে রেফারি রিকার্দো দে বুরগোস বেনেগোচিয়াকে ঘিরে রিয়ালের সমালোচনার প্রেক্ষিতে ফ্লিক বলেছেন, খেলার মাঠে রেফারিদের প্রতি সম্মান দেখানো উচিত।
শুক্রবার সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘এটা কেবল খেলা। আমরা খেলোয়াড়দের পারফরম্যান্স দেখতে চাই, আর তাদের পরিচালনায় রেফারিদের প্রয়োজন। তাদের সুরক্ষা দেওয়া ও সম্মান দেখানো উচিত। রেফারিদের দিকে লক্ষ্য না রাখা ফেয়ার প্লে সম্ভব নয়।’
এর আগে রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার নিজেদের ক্লাব টিভিতে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে বেনেগোচিয়ার ওপর পক্ষপাতের অভিযোগ তোলা হয়। তারা দাবি করে, এই রেফারির পরিচালনায় বার্সেলোনার জয়-হার অনুপাত অস্বাভাবিকভাবে বেশি। এমনকি রেফারিকে বদলে দেওয়ার দাবিও তোলে তারা। এর ফলে বেনেগোচিয়া সংবাদ সম্মেলনে এসে জানান, তার ছেলে এ ঘটনার কারণে স্কুলে হয়রানির শিকার হয়েছে।
কোপা দেল রে ফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হতে যাচ্ছে। উত্তেজনার পারদ চড়তেই দুই দলের সমর্থকদের দৃষ্টি এখন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রেফারিংয়ের দিকেও।
মন্তব্য করুন