স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০১:০২ এএম
অনলাইন সংস্করণ

কোপা দেল রে ফাইনাল বয়কট করবে রিয়াল মাদ্রিদ!

তাহলে কোপা দেল রে ফাইনালে কি এবার হচ্ছে না রিয়াল-বার্সা লড়াই? ছবি : সংগৃহীত
তাহলে কোপা দেল রে ফাইনালে কি এবার হচ্ছে না রিয়াল-বার্সা লড়াই? ছবি : সংগৃহীত

কোপা দেল রে ফাইনালকে কেন্দ্র করে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবারের (২৬ এপ্রিল) এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি এখন নতুন মোড়ে, কারণ রেফারির বিরুদ্ধে অভিযোগ ও আবেগঘন প্রতিক্রিয়ার পর মাদ্রিদ শিবির থেকে ম্যাচ বয়কটের হুমকি এসেছে।

বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল RMTV একটি বিশদ ভিডিও প্রকাশ করে, যেখানে কোপা দেল রে ফাইনালের জন্য নিযুক্ত রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোএচিয়ার (Ricardo de Burgos Bengoetxea) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ভিডিওতে বার্সেলোনার পক্ষে দেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরা হয় এবং রেফারির বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত দেওয়া হয়।

এরপর শুক্রবার সংবাদ সম্মেলনে এসে আবেগে ভেঙে পড়েন বুরগোস। জানান, তার ছেলেকে স্কুলে বলা হয়েছে তার বাবা ‘চোর’। এই অবস্থায় ম্যাচ পরিচালনার জন্য মানসিকভাবে তিনি প্রস্তুত নন বলেও ইঙ্গিত দেন।

এই ঘটনার পর, রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (RFEF) কাছে রেফারিং প্যানেল পরিবর্তনের আবেদন জানায়। কিন্তু ফেডারেশন সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানায়, ম্যাচের আগে রেফারি পরিবর্তন একটি ক্লাবের অনধিকার হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এরপর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। রিয়াল মাদ্রিদ নিজেদের নির্ধারিত প্রাক-ম্যাচ ট্রেনিং এবং সংবাদ সম্মেলন বাতিল করে দেয়। স্পেনের একাধিক গণমাধ্যম দাবি করছে, ম্যাচ বয়কটের কথাও ভাবছে ‘লস ব্লাঙ্কোস’। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ‘রেফারিরা যেভাবে সংবাদ সম্মেলনে আমাদের ক্লাবের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য। এতে প্রমাণিত হয়, রেফারিদের একটি অংশ রিয়াল মাদ্রিদের প্রতি ব্যক্তিগত বিরূপতা পোষণ করে।... এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পক্ষপাতহীনতা ও ন্যায়বিচারের যে আদর্শ থাকা উচিত, তা স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।’

রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিকভাবে ম্যাচ বয়কটের ঘোষণা না দিলেও, ফেডারেশনও নিজেদের অবস্থানে অনড়। ফলে এই অবস্থায় শনিবারের ফাইনাল অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি শেষ পর্যন্ত মাদ্রিদ মাঠে না নামে, তাহলে বার্সেলোনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোপা দেল রে জিতে যাবে—যা হবে তাদের চলতি মৌসুমের প্রথম বড় শিরোপা এবং ইউরোপিয়ান ট্রেবল জয়ের পথে এক ধাপ অগ্রগতি।

এখন দেখার বিষয়, মাঠে গড়াবে কিনা বছরের অন্যতম প্রতীক্ষিত এল ক্লাসিকো ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনে আ. লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: আসাদুজ্জামান রিপন

অস্ত্র ও জাল টাকাসহ ৩ ডাকাত আটক

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত 

যারা নির্বাচন চায় না তারা গণতন্ত্রের শত্রু: মাহবুব উদ্দিন খোকন

বয়কটের গুঞ্জনের পর এবার ফাইনাল খেলতে রাজি রিয়াল

স্বাস্থ্য পরামর্শ / দৈনন্দিন কার্যকলাপে গুরুত্বপূর্ণ শিশুর মোটর দক্ষতা

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে খুনের ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

এক ইলিশের দাম ১৫ হাজার

১০

কোপা দেল রে ফাইনাল বয়কট করবে রিয়াল মাদ্রিদ!

১১

জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল শনিবার

১২

তুরস্কের সাংবিধানিক আদালতে বক্তব্য দিলেন প্রধান বিচারপতি

১৩

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো ছাত্রদলের দুই নেতার পাশে তারেক রহমান

১৪

‘আমি কথা বলতে চাই’─ আইনি নোটিশ প্রসঙ্গে তাসনিম জারা

১৫

চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা ছাত্র অধিকার পরিষদের

১৬

সাবেক এপিএসের বিষয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৭

মাদ্রাসা শিক্ষককে রাজকীয় বিদায়, উপহার পেলেন ওমরাহ প্যাকেজ

১৮

পাঁচ বছরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে অন্তত ৩৫ প্রাণহানি

১৯

খায়রুল হক, নূরুল হুদা, রকিবউদ্দীনরা এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না, প্রশ্ন রিজভীর

২০
X