শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালের টিভিতে সমালোচনার ভিডিও দেখে কাঁদলেন এল ক্লাসিকোর রেফারি

রেফারি রিকার্দো দে বুরগোস। ছবি : সংগৃহীত
রেফারি রিকার্দো দে বুরগোস। ছবি : সংগৃহীত

কোপা দেল রে ফাইনালের আগে আবেগে ভেঙে পড়লেন ম্যাচের দায়িত্বপ্রাপ্ত রেফারি রিকার্দো দে বুরগোস বেনগোয়েচিয়া। রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল ‘রিয়াল মাদ্রিদ টিভি’র লাগাতার সমালোচনার কারণে সৃষ্ট মানসিক চাপ নিয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) রাতে সেভিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাসিকো ফাইনাল—রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। এই উত্তেজনাকর ম্যাচের রেফারির দায়িত্বে আছেন স্প্যানিশ রেফারি দে বুরগোস, যিনি এর আগেও একাধিক ক্লাসিকো ম্যাচ পরিচালনা করেছেন। তবে এই মৌসুমে তিনি ও আরও অনেক রেফারি রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনার শিকার হয়েছেন।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দে বুরগোসের নেতৃত্বে থাকা ম্যাচে রিয়াল ও বার্সার জয়ের হার, তার কোনো চ্যাম্পিয়নস লিগ বা ফিফা টুর্নামেন্টে রেফারিং না করা এবং তার কিছু বিতর্কিত সিদ্ধান্ত তুলে ধরে প্রশ্ন তোলা হয় তার যোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে।

এমন পরিস্থিতিতে এক আবেগঘন সংবাদ সম্মেলনে দে বুরগোস বলেন, ‘যখন আপনার নিজের সন্তান স্কুলে গিয়ে শুনে তার বাবা একজন ‘চোর’, তখন সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। এটা খুবই কষ্টদায়ক। আমি আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করি, তার বাবা একজন সৎ মানুষ, যে ভুল করলেও সেটা ইচ্ছাকৃত নয়। আমি একজন ক্রীড়াবিদের মতোই—মানুষ হিসেবে ভুল হতেই পারে।’

সংবাদ সম্মেলনে কাঁদছেন রেফারি রিকার্দো দে বুরগোস। ছবি : সংগৃহীত

তিনি আরও যোগ করেন, ‘এমন আচরণ শুধু পেশাদার ফুটবলে নয়, শিকড়ের স্তর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমরা সবাইকে অনুরোধ করছি—ভাবুন তো, আমরা কোথায় যাচ্ছি, ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত?’

এই ঘটনার প্রেক্ষিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) পাবলো গনসালেস ফুয়ের্তেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা চুপ করে থাকব না। এখন সময় এসেছে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার। এটা বন্ধ না হলে, আমাদেরকেও পদক্ষেপ নিতে হবে। খুব শিগগিরই আপনারা আমাদের অবস্থান জানতে পারবেন। ইতিহাসে এমন সিদ্ধান্ত হয়তো আগে আসেনি।’

রিয়াল মাদ্রিদ এর আগেও ফেব্রুয়ারিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF) এবং স্পেনের স্পোর্টস কাউন্সিলে চিঠি দিয়ে অভিযোগ করে যে স্প্যানিশ রেফারিং ব্যবস্থা ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘পুরোপুরি ভেঙে পড়েছে’।

তাদের ওই চিঠির পর লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস মন্তব্য করেছিলেন ‘রিয়াল মাদ্রিদ তাদের সংযম হারিয়েছে।’ সেই একই মাসে রেফারি হোসে লুইস মুনুয়েরা মনতেরোকে সামাজিক মাধ্যমে ব্যাপক গালিগালাজ করা হয়, যা নিয়ে নিন্দা জানায় ফুটবল ফেডারেশন।

সব মিলিয়ে, ক্লাসিকো ফাইনালের উত্তাপ মাঠের বাইরে পৌঁছে গেছে এমন এক পর্যায়ে, যেখানে ম্যাচের আগে রেফারির চোখের পানি ফুটবল সমাজের প্রতি গভীর বার্তা ছুঁড়ে দিলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোপা দেল রে ফাইনাল বয়কট করবে রিয়াল মাদ্রিদ!

জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল শনিবার

তুরস্কের সাংবিধানিক আদালতে বক্তব্য দিলেন প্রধান বিচারপতি

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো ছাত্রদলের দুই নেতার পাশে তারেক রহমান

‘আমি কথা বলতে চাই’─ আইনি নোটিশ প্রসঙ্গে তাসনিম জারা

চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা ছাত্র অধিকার পরিষদের

সাবেক এপিএসের বিষয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

মাদ্রাসা শিক্ষককে রাজকীয় বিদায়, উপহার পেলেন ওমরা প্যাকেজ

পাঁচ বছরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে অন্তত ৩৫ প্রাণহানি

খায়রুল হক, নূরুল হুদা, রকিবউদ্দীনরা এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না, প্রশ্ন রিজভীর

১০

‘এ বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে’  

১১

ভারত-পাকিস্তান যুদ্ধের পরিণতি কী হবে?

১২

লিগ ভাগ্য নির্ধারণে কুমিল্লায় মুখোমুখি আবাহনী-মোহামেডান

১৩

আ.লীগের সময়ে হিন্দুদের জমি বেশি দখল হয়েছে : দুলু

১৪

পারভেজ হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৫

ছোট কামড়, বড় হুমকি / ম্যালেরিয়া নির্মূলে বাংলাদেশের অগ্রগতি কতদূর?

১৬

ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেন যুবদল নেতা

১৭

ভারতকে ছাড় দিতে নারাজ পাকিস্তান, চূড়ান্ত জবাবের প্রস্তুতি

১৮

আসিফ নজরুল ও হারুন ইজহারের সাক্ষাৎ কাশ্মীর হামলার পরে কি?

১৯

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার রায় কার্যকরের দাবিতে সড়কে স্বজনরা

২০
X