ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ

সাফ ট্রফি। ছবি : সংগৃহীত
সাফ ট্রফি। ছবি : সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যেতে পারে—আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। শেষপর্যন্ত পিছিয়েই গেল আসরটি। ২০২৬ সালের আগে আসরটি আলোর মুখ দেখছে না। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘এ বছর হোম এন্ড অ্যাওয়ে ফরম্যাটে মর্যাদাপূর্ণ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছিল। আমাদের সদস্য সংস্থা এবং মার্কেটিং পার্টনার স্পোর্টস-ফাইভ মনে করেছে যে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আরও সময়ের প্রয়োজন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে আমাদের সকল অংশীদার এবং সদস্য দেশগুলো আসর আয়োজনের জন্য পর্যাপ্ত সময় পায়। ২০২৬ ফিফা বিশ্বকাপ বছর। এ কারণে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য উপযুক্ত সময়সূচী এবং স্থান নির্ধারণের দিকে যথেষ্ট মনোযোগ দিতে হবে।’

হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ চ্যাম্পিয়ন আয়োজিত হলে ম্যাচগুলো ফিফা উইন্ডোতে হবে কি না—নিশ্চিত করা হয়নি। ফিফা উইন্ডোতে হলে হামজা চৌধুরী একং প্রবাসী অন্যান্য ফুটবলারদের সার্ভিস পাবে বাংলাদেশ। কিন্তু উইন্ডোর বাইরে হলে প্রবাসী ফুটবলারদের সার্ভিস পাবে না লাল-সবুজরা।

আজ সাফের সর্বশেষ বিবৃতি প্রকাশের আগ পর্যন্ত ১৫তম আসর শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে মাফিক প্রস্তুতিও নিচ্ছিল সদস্য দেশগুলো। সাফ আদৌ এ বছর হবে কি না—চূড়ান্ত হওয়ার কথা ছিল ২৪ মে প্রস্তাবিত সভায়। সে সভার এক মাস আগেই সিদ্ধান্ত হয়ে গেল—এবার সাফ হচ্ছে না। পরবর্তী আসরের জন্য ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সাফ বিবৃতি দিলেও এ নিয়ে সদস্য দেশগুলো এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। অফিসিয়ালি জানানো হয়নি বাংলাদেশকেও। এ সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার মিডিয়াকে বলেছেন, ‘আমরা গণমাধ্যমে দেখেছি ও সাফের ওয়েবসাইটে দেখেছি। এখনো আনুষ্ঠানিকভাবে সাফ থেকে কিছু জানানো হয়নি। আমাদের পরিকল্পনা ছিল জুনে সাফে খেলব।’

গেল মার্চে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর সাফ নিয়ে এ দেশের ফুটবলামোদিদের মাঝে কৌতুহল ছিল। বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উজ্জীবিত নৈপুণ্য দেখানোর পর ফুটবলামোদিদের কৌতুহল এমনিতেই বেশি ছিল। দলে হামজা যুক্ত হয়েছেন, লাল-সবুজ জার্সিতে খেলার কথা সামিত সোমের। কিউবা মিশেলও বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে আগ্রহী। এদিকে কুইন সুলিভান ও কাভান সুলিভানকে নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। ধারনা করা হচ্ছে আগামি জুনের মধ্যে একাধিক ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার বিষয় নিশ্চিত হবে। এ অবস্থায় সাফ চ্যাম্পিয়নশীপ নিয়ে আশাবাদী ছিলেন বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে : নীরব

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় পাকিস্তানের

যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করুন : আমির খসরু

নেই এসিল্যান্ড, থমকে গেছে ভূমি অফিসের কার্যক্রম

গৃহবধূকে হত্যার দায়ে দেবরের ফাঁসি, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ

শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

বিচারপতির আত্মীয়কে ভিআইপি রুম দিতে ডিসিকে অনুরোধ

কুয়েটে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উল্লাস, শিক্ষক সমিতি বলছে ন্যায়বিচার পরাজিত

১০

ভারত-পাকিস্তান: কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান

১১

সত্যিই গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হয়েছিলেন কি?

১২

২৪ জেলায় তাপপ্রবাহ, গরমের দাপট কমবে কবে

১৩

মুক্তিকামী জনতা ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না : আমান আযমী 

১৪

এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

১৫

এবার ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান

১৬

ভারত না কি পাকিস্তান, যুদ্ধ হলে কে জিতবে?

১৭

দালালদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

নারীদের উত্ত্যক্ত করার ভিডিও ভাইরাল, দুই যুবক গ্রেপ্তার

১৯

যুবদল নেতার বাড়ি থেকে চুরির তার উদ্ধার

২০
X