বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর হ্যাটট্রিকে প্রথম জয় আল নাসরের

ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিকে আল নাসরকে জয় এনে দিয়েছেন রোনালদো। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিকে আল নাসরকে জয় এনে দিয়েছেন রোনালদো। ছবি : সংগৃহীত

মৌসুমের শুরুতে আরব চ্যাম্পিয়নস কাপ জিতে এ মৌসুমে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তবে লিগের প্রথম দুই ম্যাচের পরাজয় সেই ইঙ্গিত অনেকটাই ভুলিয়ে দিয়েছে। প্রথম দুই ম্যাচে গোলহীন সিআরসেভেনকে নিয়েও ছিল ভয়। তবে তৃতীয় ম্যাচে এসে আল নাসর এবং রোনালদো উভয়ই এই ভয় দূর করে দিয়েছে।

সেটা বেশ দাপট দেখিয়েই দূর করেছে আল নাসর। আল ফাতেহর বিপক্ষে লিগের তৃতীয় ম্যাচে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আল নাসর। হ্যাটট্রিক করেছেন রোনালদো, বাকি দুই গোল সাদিও মানের।

প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন আল নাসরের সামনে দাঁড়ানো আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। তবে আজকের ম্যাচে রোনালদো-মানেদের বিপক্ষে অসহায় ছিল দলটি। প্রথম থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে আল নাসর। এর মধ্যে ২৭তম মিনিটেই রোনালদো ও মানের দারুণ বোঝাপড়ায় গোল পেয়ে যান মানে।

গোলের জন্য রোনালদোকেও অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে গোলমুখী শট আর ৩০ মিনিটে হেড লক্ষ্যে না থাকলেও ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পেয়ে যান। সুলতান আল ঘাননামের বাড়ানো বল গোল পোস্টের খুব কাছ থেকে নেওয়া হেডে জালে জড়িয়ে দেন তিনি। ২০২৩-২৪ মৌসুমের লিগে এটি তার প্রথম গোল

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে রোনালদোকে তার দ্বিতীয় গোলটি বানিয়ে দেন আবদুল রহমান ঘারিব। অফসাইডের ফাঁদ ভেঙে ফাতেহ বক্সের দিকে ছুটে যাওয়া ঘারিব শেষ মুহূর্তে বল বাড়ান রোনালদোর দিকে। গোলরক্ষক ঘারিবকে আটকে সামনে চলে যাওয়ায় সহজেই বল জালে পাঠান রোনালদো।

রোনালদোকে অ্যাসিস্ট করা ঘারিব ৮১ মিনিটে সহায়ক হয়ে ওঠেন মানের জন্যও। তার বাড়ানো ক্রস হেডে ডান কোণ দিয়ে জালে পাঠান মানে।

৮৬ মিনিটে মানেকে তুলে নেওয়া হলে হ্যাটট্রিকের সুযোগ ছিল শুধু রোনালদোর সামনে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেটিই কাজে লাগান ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। নওয়াফ বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে যান রোনালদো, তাকে শুধু পা-টাই ছোঁয়াতে হয়েছে।

এটি তার ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।

অবশ্য এই বড় জয়েও ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলিক সিটির বিরুদ্ধে ৮ হাজার বিঘা জমি ‘দখলচেষ্টার’ অভিযোগ

সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের

উত্থাপিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : এমজিআই

অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত কুয়েটের ৪ শিক্ষার্থী

সমমনা দলগুলোর সঙ্গে ইসলামী আন্দোলনের রাজনৈতিক সংলাপ বুধবার

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক ইউনূস

শাহবাগে অবরোধ, রাজুতে অনশন

ভোলায় পাওনা টাকা নিয়ে মারধরে ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নসরুল কাদির

১০

​পিএসএলে তৃতীয় ম্যাচেও স্বরূপে রিশাদ

১১

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

১২

বাংলাদেশে হাজার কোটির রেল প্রকল্প কেন স্থগিত করল ভারত

১৩

ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা

১৪

কী এমন পণ্য যাতে ৩ হাজার শতাংশ শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র

১৫

এবার চট্টগ্রাম পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

১৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাত মেলাচ্ছে চীন-ইরান!

১৭

একদিনের মাথায় আবারো রেকর্ড সোনার দামে, কত বাড়ল 

১৮

কুমিল্লায় শিবির সভাপতি হত্যায় পুলিশসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

১৯

এলএনজি সরবরাহে অব্যাহত রাখার প্রতিশ্রুতি কাতারের

২০
X