প্রথমবার ফিফা নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। জয়ের আনন্দে স্প্যানিশ স্ট্রাইকার জেনিফার হারমোসোকে ঠোঁটে চু্ম্বন করেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। তবে ফিফার চুম্বন কাণ্ড তদন্তের ঘোষণায় পদত্যাগ করেতে যাচ্ছেন রুবিয়ালেস।
সিডনিতে নারী বিশ্বকাপের ফাইনালে জয়ের পর অপ্রত্যাশিত চুম্বন কান্ড ঘটিয়ে ফিফার তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন আরএফইএফ সভাপতি লুইস রুবিয়ালেস। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তদন্তের ঘোষণায় শুক্রবার পদত্যাগ করার পরিকল্পনা করেছেন স্প্যানিশ ফুটবল সভাপতি। এমনটায় জানিয়েছে স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাডেনা সের।
স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও স্টেশন ক্যাডেনা সের জানিয়েছে, ট্রফি উপস্থাপনার সময় স্পেনের জেনিফার হারমোসোকে ঠোঁটে চুম্বন করার জন্য প্রবল সমালোচনার মুখোমুখি হওয়া রুবিয়ালেস তার চাকরি হারাবেন। এমনকি স্পেনের রানী লেটিজিয়া এবং রাজকন্যা সোফিয়ার কাছে দাঁড়িয়ে শিরোপা উদযাপনের সময় ক্রোচটিও ধরেছিলেন স্প্যানিশ ফুটবল সভাপতি।
ফিফা শৃঙ্খলা কমিটি স্প্যানিশ আরএফইএফ সভাপতিকে অবহিত করেছে যে, ফিফা নারী বিশ্বকাপের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করছে ফিফা।
রুবিয়ালেসের চুম্বন কাণ্ড ফিফা ডিসিপ্লিনারি কোড ১৩ নং অনুচ্ছেদের ১ এবং ২-এর লঙ্ঘন করতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমটি। ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত জারির পরই ডিসিপ্লিনারি কমিটি শৃঙ্খলা সংক্রান্ত আরও তথ্য প্রদান করবে।
স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ফিফা সকল ব্যক্তির অখণ্ডতাকে সম্মান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এমন ধরনের যে কোন আচরণের তীব্র নিন্দা করে। কোডটি এমন ন্যাক্কারজনক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখে। যে কোনো উপায়ে একজন স্বাভাবিক বা আইনী ব্যক্তিকে অপমান করা, বিশেষ করে আপত্তিকর অঙ্গভঙ্গি, লক্ষণ বা ভাষা ব্যবহার করা এবং এমন আচরণ করা যা ফুটবল খেলা অথবা ফিফার বদনাম করে। এমন ধরনের আচরণকে নিরুৎসাহিত করতে শাস্তি গ্রহণের বিষয়ে সুপারিশ করে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।
বিবৃতিতে ক্যাডেনা সের আরও উল্লেখ করেছে, আরএফইএফ-এর আঞ্চলিক নেতারা রুবিয়ালেসের ভবিষ্যৎ এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা করতে মাদ্রিদে বৈঠক করেছে। তবে রুবিয়ালসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য এগিয়ে রয়েছেন এক্সট্রিমাদুরা ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো রোচা এবং আন্দালুসিয়া ফেডারেশনের প্রধান পাবলো লোজানো।
রুবিয়ালেস সোমবার (২১ আগস্ট) একটি ভিডিও বার্তায় হারমোসার কাছে ক্ষমা চান। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা তার ক্ষমাপ্রার্থনা দেখেছি। তবে সেটিই যথেষ্ট নয়। ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই আরও স্পষ্ট এবং বিশ্বাসী হতে হবে। অগ্রহণযোগ্য আচরণকে স্পষ্ট করার জন্য তাকে আরও পদক্ষেপ নিতে হবে।’
স্প্যানিশ ফুটবলের প্রতিনিধিত্বকারী ফুটপ্রো ইউনিয়ন জানায়, নারীদের বিশ্বকাপ জয়ের পর তিনি (রুবিয়ালেস) সম্মতি ছাড়াই হারমোসোর ঠোঁটে চুম্বন করেছিলেন। অগ্রহণযোগ্য আচরণ করা আরএফইএফ সভাপতির বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ নেওয়ার জন্য হারমোসোর দাবিকে সমর্থনও জানিয়েছে ফুটপ্রো। এমনকি তার কর্মকাণ্ডের উপযুক্ত পরিণতি নিশ্চিত করতে স্পেনের দ্বিতীয় উপনেতা ইয়োলান্ডা ডিয়াজের সাথে দেখা করতেও প্রস্তুত সংস্থাটি।
রুবিয়ালেস ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) সহ-সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্য। এদিকে ফিফা রুবিয়ালেসকে বরখাস্ত করলে পরবর্তী উয়েফা কংগ্রেস নির্বাচনের আগ পর্যন্ত এক্সকোতে তার আসনটি খালি থাকবে।
২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ আয়োজনের জন্য পর্তুগাল, ইউক্রেন এবং মরক্কোর পাশাপাশি বিড করছে স্পেন। যেটির নেতৃত্ব দিচ্ছেন স্প্যানিশ ফুটবল প্রধান লইস রুবিয়ালেস। তবে তিনি যদি ফিফার শাস্তির মুখে পড়েন সেক্ষেত্রে সহ-আয়োজক হওয়ার জন্য স্পেনের বিড বাধাগ্রস্ত হতে পারে।
‘ওমেন ইন ফুটবল’-এর এক সমীক্ষায় দেখা গেছে যে, ২০২৩ সালে ফুটবলে ১৮% মহিলা কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন।
মন্তব্য করুন