ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছে নতুন গুঞ্জন। ম্যানচেস্টার সিটির কিংবদন্তি কেভিন ডি ব্রুইনা নাকি এমএলএসে লিওনেল মেসির দল ইন্টার মায়ামিতে যোগ দিতে আগ্রহী!
৩৩ বছর বয়সী এই বেলজিয়ান মিডফিল্ডার ইতিমধ্যে সৌদি প্রো লিগ, ইংল্যান্ডে থাকা কিংবা আমেরিকায় যাওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছেন। তবে মায়ামির রোদেলা আবহাওয়া আর মেসির সঙ্গে একই দলে খেলার লোভ তাকে টানছে বেশি, এমনটাই জানাচ্ছে ফুটবল ইনসাইডার।
তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, সম্প্রতি প্রতিষ্ঠিত সান ডিয়েগো এফসি-ও কেভিন ডি ব্রুইনাকে সাইনিং হিসেবে দলে টানতে মরিয়া। এমএলএস কর্তৃপক্ষও চাইছে তাকে ওয়েস্ট কোস্টে পাঠাতে।
১০ বছরের সফল ক্যারিয়ারের পর সিটি ভক্তরা যদি তাদের এই প্রিয় তারকাকে বিদায় জানাতে হয়, তবু সেটাকে সম্মান জানাবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেননা নিজের ক্যারিয়ারের এই শেষভাগে ডি ব্রুইনা নিজের পরিবার ও ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। মেসির সঙ্গে জুটি বাঁধা, ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় শুরু করার দারুণ সুযোগও হয়ে উঠতে পারে।
ডি ব্রুইনা নিজের প্রতিনিধি হিসেবে নিজেই আলাপ চালাচ্ছেন বিভিন্ন ক্লাবের সঙ্গে। সামনে একগুচ্ছ প্রস্তাব ও সিদ্ধান্তের পালা। তবে মেসির সঙ্গে মাঠ কাঁপানোর স্বপ্ন যদি সত্যি হয় — তবে এমএলএসের ইতিহাসে আরও এক নতুন তারার আলো ছড়ানোর অপেক্ষা।
মন্তব্য করুন