স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজের পেনাল্টি না দেওয়ায় উয়েফার বিরুদ্ধে মামলা!

বিতর্কিত সেই পেনাল্টি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই পেনাল্টি। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ আটের স্বপ্ন ভেঙে যায় অ্যাথলেটিকো মাদ্রিদের। কিন্তু এখানেই শেষ নয় — ম্যাচের বিতর্কিত এক সিদ্ধান্ত ঘিরে এবার ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিল অ্যাথলেটিকো সমর্থকরা!

ঘটনার কেন্দ্রে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে দুই লেগ মিলিয়ে স্কোর যখন ১-১, তখন টাইব্রেকারে মাঠে নামেন আলভারেজ। তার নেওয়া পেনাল্টিটি গোল হলেও ভিএআর সিদ্ধান্ত দেয় — শট নেওয়ার সময় তিনি পা পিছলে দুই পায়ে বল ছুঁয়েছেন। নিয়ম অনুযায়ী, এটি বাতিল হয়। সেই সিদ্ধান্তের জেরেই ৪-২ গোলে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।

কিন্তু অ্যাথলেটিকো ভক্তরা মানতে পারছেন না এই সিদ্ধান্ত। চারটি বড় ফ্যান গ্রুপ — আন্তর্জাতিক অ্যাথলেটিকো ফ্যান ক্লাব ইউনিয়ন, সেনাদো অ্যাথলেটিকো, লোস ৫০ ও সেনালেস দে হুমো — একযোগে জানিয়ে দিয়েছে, তারা উয়েফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে।

এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, ‘প্রাথমিকভাবে অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। খুব দ্রুতই মামলা দায়েরের উপযুক্ত কৌশল নির্ধারণ করা হবে। ক্লাবের মর্যাদা আর ইতিহাস রক্ষার জন্য এটিই এখন আমাদের লড়াই।’

সমর্থকরা দাবি তুলেছেন — উয়েফা যে ভিডিও ফুটেজ দেখিয়ে পেনাল্টি বাতিলের ব্যাখ্যা দিয়েছে, সেটি সম্পাদিত। তারা একটি বিশেষজ্ঞ রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে ফুটেজের সত্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।

ম্যাচের পর ক্ষুব্ধ অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমেওনে সাংবাদিকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন —“কে কে দেখেছে বল নড়া? হাত তোলো!”

তিনি স্পষ্টভাবেই উয়েফা-কে দায়ী করেছেন অ্যাথলেটিকোর বিদায়ের জন্য।

উয়েফা অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, বলেছে, ‘যদিও খুব সামান্য, আলভারেজ শট নেওয়ার আগে তার সাপোর্টিং ফুট দিয়ে বল স্পর্শ করেছেন। বর্তমান নিয়ম অনুযায়ী, ভিএআরকে বিষয়টি জানাতে বাধ্য ছিল। তবে আমরা ফিফা এবং আইএফএবির সঙ্গে নিয়মটি আরও স্পষ্ট করার বিষয়ে আলোচনা করব।’

কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় অ্যাথলেটিকো সমর্থকরা। তাদের ভাষায়, ‘ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটলে তা গোল বাতিল হওয়ার কথা নয়। এখানে উয়েফা নিজেদের স্বার্থে নিয়মকে কাজে লাগিয়েছে।’

অতএব, শুধু মাঠ নয়, এবার লড়াই হবে আদালতে। সামনে আরও উত্তেজনা যে জমে উঠবে, সেটাই এখন ফুটবল দুনিয়ার আলোচনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেড কর্মসূচি আজ

আল-আকসার ভাগাভাগি শুরু?

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চাচা-ভাতিজার মৃত্যু

দুপুরের মধ্যে ঢাকায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক আজ

পাবিপ্রবিতে জাতীয় ব্যবসা উন্নয়নবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

ইসরায়েলি হামলা / আরও ৩৫ মৃত্যু, নতুন করে ঘরছাড়া ৫ লাখ মানুষ

১১

১৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১২

১৭ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

চবির পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণ

১৪

ভারতীয় সুপ্রিম কোর্ট / হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াকফ বোর্ডে হিন্দু থাকবে কেন?

১৫

পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান!

১৬

ক্লাসরুম ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দিল্লি বিশ্ববিদ্যালয়ে!

১৭

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

১৮

নব্য আওয়ামী লীগের রূপরেখা : ভারতের বার্তা ও নেতাদের পরিকল্পনা

১৯

সান সিরোতে মহাকাব্য, বায়ার্নকে টপকে সেমিতে ইন্টার

২০
X