আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যেন পিএসজি সমর্থকদের মেজাজ বুঝেই চড়াচ্ছেন উত্তেজনার পারদ! চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হওয়ার আগে বিশ্বকাপজয়ী টুপি পরে ফ্রান্সে পৌঁছেছেন অ্যাস্টন ভিলার এই ‘নাম্বার ওয়ান’।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে হতাশ হয় ফ্রান্স। সেই স্মৃতিই যেন নতুন করে মনে করিয়ে দিলেন মার্তিনেজ, যখন তাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন লেখা টুপি পরে বিমানে উঠতে দেখা যায়। বিষয়টি স্বাভাবিকভাবেই ভালোভাবে নেয়নি পিএসজির ডাই-হার্ড সমর্থকগোষ্ঠী ‘আল্ট্রাস’রা।
মার্তিনেজ এমনিতেই প্রতিপক্ষকে উসকে দেওয়ার জন্য পরিচিত। ফরাসি কিংবদন্তি গোলরক্ষক বার্নার্ড লামা যখন প্রকাশ্যে মার্তিনেজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন, তখন থেকেই উত্তেজনা বাড়তে শুরু করে। এবার সেই উত্তেজনায় ঘি ঢাললেন মার্তিনেজ নিজেই।
তবে সতীর্থ ইউরি টিলেমান্স এই ঘটনার মধ্যে খুব একটা সমস্যা দেখছেন না। বরং তিনি মনে করেন, যতক্ষণ সব কিছু খেলার সীমার মধ্যে থাকে, ততক্ষণ তাতে দোষের কিছু নেই। ‘এটা সম্ভবত ওর স্টাইল। সে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। সে খুব আগ্রহ নিয়ে ম্যাচের অপেক্ষা করছে। পিএসজি সমর্থকরা যদি ওকে লক্ষ্য করেও কিছু বলে, তাতে আমার কোনো আপত্তি নেই—যতক্ষণ না সেটা সীমা অতিক্রম করে,’ বলেন টিলেমান্স।
বিশ্বকাপের ফাইনালের চাপ সামাল দেওয়া মার্তিনেজ এবার ক্লাব পর্যায়ে ইতিহাস গড়ার সামনে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চোখ অ্যাস্টন ভিলার, তবে তার জন্য পিএসজিকে পার হতে হবে—যারা আগেই লিভারপুলকে বিদায় করে দিয়েছে।
এই ম্যাচ শুধু পারফরম্যান্স নয়, মাঠের বাইরের মানসিক লড়াইয়েও জমে উঠতে যাচ্ছে নিশ্চিতভাবেই। আর সেই লড়াইয়ের প্রথম চালটা হয়তো মার্তিনেজই দিয়ে রেখেছেন, একটি টুপির মাধ্যমেই।
মন্তব্য করুন