সাবেক লিভারপুল, চেলসি ও আর্সেনাল তারকা ইয়োসি বেনায়াউন সম্প্রতি ইসরায়েলে তার নিজ বাড়িতে এক ভয়াবহ গ্রেনেড হামলার শিকার হয়েছেন। তবে ৪৪ বছর বয়সী এই ফুটবল তারকা এবং তার পরিবারের কেউ আহত হননি। বেনায়াউনের ধারণা, এটি ভুল পরিচয়ের ভিত্তিতে সংঘটিত একটি হামলা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর খবরে বলা হয়, রোববার রাত ১১টার দিকে তেল আবিবের উত্তরে রামাত হাশারোন এলাকায় বেনায়াউনের বাড়ির সামনে একটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তি দরজার সামনে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। গ্রেনেডটি বিস্ফোরণের পর আগুন ধরে যায় এবং হামলাকারী দ্রুত পালিয়ে যায়।
ইসরায়েল পুলিশের একজন মুখপাত্র জানান, ‘বাড়ির সামনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে—এমন খবরে গ্লিলোট স্টেশন থেকে আমাদের টিম ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’
বেনায়াউন বলেন, ‘আমি নিশ্চিত এটি ভুলবশত ঘটেছে। প্রথমে মনে হয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, তাই আমরা দমকল বাহিনীকে খবর দিই। পরে পুলিশ এসে জানায় যে, এটি ছিল একটি গ্রেনেড, তখনই আমরা আসল ঘটনা জানতে পারি।’
ইসরায়েল পুলিশের পক্ষ থেকে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে জানানো হয়েছে, বরং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বেনায়াউন ক্যারিয়ারে ১৯৪টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন। চেলসির হয়ে ইউরোপা লিগ জেতা এই তারকা ইসরায়েলের জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচে ২৪টি গোল করেছেন। অ্যাযাক্সের যুবদল থেকে উঠে এসে তিনি খেলেছেন হাপোয়েল বিয়ার শেভা, ম্যাকাবি তেল আবিব, স্পেনের রেসিং সান্তান্দার এবং পরবর্তীতে ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলোতে। ফিলিস্তিন নিয়ে বেশ কিছু মন্তব্যের জন্য তিনি বেশ সমালোচিত।
মন্তব্য করুন