ভুটানের নারী লিগ খেলতে গেলেন সাফজয়ী বাংলাদেশের চার নারী ফুটবলার সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও মনিকা চাকমা।
রোববার (০৬ এপ্রিল) থিম্পুতে তাদের অভ্যর্থনা জানান পারো এফসির কর্মকর্তারা।
এদিন দুপুরে ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে চার ফুটবলারের সঙ্গে স্থানীয় দুজনের ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘চার প্রতিভাবান বাংলাদেশি নারী ফুটবলারকে ভুটান জাতীয় লিগে খেলার জন্য স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত! পারো এফসি নারী দলে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও মনিকা চাকমা দারুণ অভিজ্ঞতা এবং উজ্জ্বল সম্ভাবনা নিয়ে এসেছেন। ২০২২ সালের চ্যাম্পিয়ন পারো এফসি নারী দল দুই বছরের বিরতির পর শক্তিশালী এবং দৃঢ় সংকল্প নিয়ে আবারও মাঠে নামছে!’
পোস্টে আরও লেখা হয়েছে, ‘আসুন, আমরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানাই এবং এই মৌসুমে তাদের উৎসাহিত করার জন্য প্রস্তুত হই!’
বাংলাদেশি দুই ফুটবলার রুপনা চাকমা ও মাসুরা পারভীনের খেলার কথা রয়েছে ভুটানের আরেক ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। ভুটানে খেলতে যাওয়ার কথা ছিল মোসাম্মাদ সাগরিকারও। কিন্তু বয়স সংক্রান্ত জটিলতায় যাওয়া হচ্ছে না এ ফরোয়ার্ডের। বিকল্প হিসেবে যেতে পারেন কৃষ্ণা রানী সরকার। যদিও বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। নিশ্চিত হলে রুপনা ও মাসুরা পারভীনের সঙ্গে ভুটান যাওয়ার কথা কৃষ্ণা রানী সরকারেরও।
উল্লিখিতদের ছাড়াও ভুটানের ঘরোয়া কার্যক্রমে খেলার কথা রয়েছে সানজিদা আক্তার ও শামসুন নাহার সিনিয়রের। তাদের খেলতে যাওয়ার বিষয় চূড়ান্ত না হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য ছাড়পত্র দিয়ে রেখেছে।
মন্তব্য করুন