গত জুনে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আড়াই বছরের চুক্তিতে মার্কিন মুল্লুকে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। হয়তো এখানেই বুটজোড়া তুলে রাখবেন সাত বারের ব্যালন ডি’ অর জয়ী। কিন্তু বিশ্বকাপজয়ী এই তারকা জানিয়েছেন, চুক্তি পরবর্তী ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত কিছু ভাবেননি তিনি।
লিওনেল মেসি ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপা ছুঁয়ে দেখেছেন। এই পরশ পাথরের ছোঁয়ায় যেন রাতারাতি বদলে গেছে মায়ামির গোলাপি শিবির। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে প্রথমবারের মতো মায়ামিকে লিগস কাপের শিরোপা জিতিয়েছেন মেসি। আজ সিনসিনাটিকে হারিয়ে আরও একবার ক্লাবকে তুলেছেন ফাইনালে।
অ্যাপল টিভি প্লাসকে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি এখনও অবসর নিয়ে কিছুই ভাবছি না। আমি ফুটবল খেলতে ভালোবাসি, মাঠে বলের সঙ্গে থাকতে, অনুশীলন ও লড়াই করতে উপভোগ করি।’
উপভোগ যে করছেন তার প্রমাণ অভিষেক ম্যাচের পর থেকেই দিয়ে যাচ্ছেন মেসি। টানা ৭ ম্যাচে ১০ গোল করে দলকে জিতিয়েছেন লিগস কাপের শিরোপা। ইউএস ওপেন কাপের ফাইনালেও দলকে তুলেছেন জোড়া অ্যাসিস্ট করে। তবে কতদিন এভাবে খেলা চালিয়ে যাবেন, সেটা নিশ্চিত নন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তবে এটা নিশ্চিত করেছেন, শরীর যতদিন খেলতে সায় দিবে, ততদিন ফুটবল খেলে যেতে চান।
আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘যতক্ষণ অবধি সুস্থ আছি; এরপর দেখা যাবে। পরে এসব নিয়ে ভাবার, বিশ্লেষণ করার ও বেছে নেওয়ার সময় আছে। আজকের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে কী বাকি আছে সেটা উপভোগ করা, এটা অল্প হোক কিংবা অনেক বেশি।’
মন্তব্য করুন