স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটিতে ডি ব্রুইনার যাত্রা শেষ হচ্ছে এই মৌসুমেই

কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত
কেভিন ডি ব্রুইনা। ছবি : সংগৃহীত

ইত্তিহাদ স্টেডিয়ামে একটি যুগের সমাপ্তি ঘটলো। ম্যানচেস্টার সিটির হয়ে এক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর অবশেষে বিদায় বললেন কেভিন ডি ব্রুইনা! ক্লাবকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ১৬টি শিরোপা এনে দেওয়া এই বেলজিয়ান তারকা ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুম শেষেই সিটিজেনদের সঙ্গে তার পথচলা শেষ হচ্ছে। ফুটবল বিশ্বে সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ডি ব্রুইনার এই সিদ্ধান্ত ম্যান সিটি ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।

শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ডি ব্রুইনা জানিয়েছেন, এই মৌসুমের পর ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাবেন তিনি। ২০১৫ সালে ভলফসবুর্গ থেকে সিটিতে যোগ দেওয়ার পর থেকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। তার নেতৃত্বে সিটি জিতেছে ছয়টি প্রিমিয়ার লিগ, পাঁচটি কারাবাও কাপ, দুটি এফএ কাপ, দুটি কমিউনিটি শিল্ড এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ।

ডি ব্রুইনা তার পোস্টে লিখেছেন,

‘আপনারা এই বার্তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কী বলতে যাচ্ছি। সরাসরি বলে দিই—এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটিতে আমার সময় শেষ হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘ফুটবল আমাকে এখানে নিয়ে এসেছে—এই শহর, এই ক্লাব এবং এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। আমি ফিরে পেয়েছি একগাদা শিরোপা, ভালোবাসা এবং অসংখ্য স্মৃতি। কিন্তু আমাদের সবার জীবনেই একদিন না একদিন বিদায়ের সময় আসে, আর আমার সেই সময়টা এসে গেছে।’

১০ বছর ধরে সিটির মাঝমাঠের প্রাণভ্রমরা হয়ে থাকা ডি ব্রুইনা এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৪১৩ ম্যাচে মাঠে নেমেছেন, যেখানে করেছেন ১০৬ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৪টি। প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১১৮ অ্যাসিস্ট তার নামের পাশে, যেখানে শুধুমাত্র রায়ান গিগসই (১৬২) তার চেয়ে এগিয়ে আছেন।

২০১৯-২০ মৌসুমে ২০টি অ্যাসিস্ট করে থিয়েরি অঁরির সঙ্গে যৌথভাবে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েন তিনি। একইসঙ্গে, প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ ৮২৬টি সুযোগ সৃষ্টি করেছেন, যা দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ান এরিকসেনের (৫৩২) চেয়ে প্রায় ৩০০ বেশি!

৩৩ বছর বয়সী এই বেলজিয়ান তারকাকে নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। বেশ কিছু ইউরোপিয়ান ক্লাব তাকে পেতে আগ্রহ দেখালেও, সৌদি প্রো লিগ এবং মেজর লিগ সকারে (এমএলএস) তার যাওয়ার সম্ভাবনা বেশি। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

ডি ব্রুইনার বিদায়ের আগে সিটি এখনো লড়াই করছে শিরোপার জন্য। প্রিমিয়ার লিগ হাতছাড়া হলেও তারা এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে। তাই বিদায় বেলায় আরও কিছু শিরোপা জিতে নিজেকে চিরস্মরণীয় করে রাখতে চাইবেন এই কিংবদন্তি মিডফিল্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো যাবে কি না সংশয় প্রেস সচিবের

আটাশ পেরিয়ে রাশমিকার ঊনত্রিশ

বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন আজ

গাজায় গত ২৪ ঘণ্টায় অবিরাম হামলা, দেখুন ছবিতে

ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তায় যৌথ বাহিনী

শখের মোটরসাইকেলে প্রাণ গেল নাহিদের

গভীর রাতে রান্নাঘরে শব্দ, দরজা খুলে হতভম্ব পরিবারের সদস্যরা

কোন ভুলের শাস্তি পাচ্ছে লেবানন?

সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধ্বংস করতে তরুণ প্রজন্মকে পাঠিয়েছে : গোলাম রসুল

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১০

মানুষের মতো কথা বলছে কাক, অবাক নেটিজেনরা

১১

ধামরাইয়ে নারীকে পিটিয়ে হত্যা

১২

ইয়েমেনের ছোড়া মিসাইল ঠেকাতে আর্থিক চাপে মার্কিনিরা

১৩

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

১৪

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

১৫

০৫ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

০৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৭

মাদকসেবনের সময় বন্ধুকে কুপিয়ে হত্যা

১৮

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তরুণীসহ নিহত ২

১৯

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেপ্তার

২০
X