এল ক্ল্যাসিকো—নামেই কেমন যেন বারুদের গন্ধ! হোক না সেটা বুড়োদের এল ক্ল্যাসিকো। সাবেক তারকা কার্লোস পুয়োল-লুইস ফিগোদের লড়াই দেখবেন মুম্বাইয়ের দর্শকরা। রোববার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ‘দ্য লিজেন্ড ফেসঅফ’ নামের দ্বৈরথে মুখোমুখি হচ্ছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকারা।
বার্সেলোনাকে নেতৃত্ব দেবেন কার্লোস পুয়োল। রিয়াল মাদ্রিদের আমর্ডব্যান্ড থাকবে লুইস ফিগোর কাছে। ফিগো অবশ্য রিয়ালের হয়ে আলো ছড়ানোর আগে খেলেছেন বার্সেলোনার জার্সিতে। ম্যাচের আগে বার্সা অধিনায়ক পুয়োল বলেছেন, ‘এটি বিশেষ এক ম্যাচ হতে যাচ্ছে। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই উত্তেজিত। এখানকার ফুটবলভক্তরা দুর্দান্ত। খেলার মাঠের অভিজ্ঞতা নিতে আমি মুখিয়ে আছি।’
সাবেক বার্সা অধিনায়ক জাভি হার্নান্দেজ বলেছেন, ‘বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের খেলা ফুটবলে সবসময়ই ভিন্ন এক মাত্রা যোগ করে। ঐতিহাসিক ম্যাচের অংশ হওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। মুম্বাই, প্রস্তুত হও দারুণ এক ম্যাচ উপভোগের জন্য।’
ম্যাচের আগে রিয়াল অধিনায়ক ফিগো বলেছেন, ‘ভারতীয় ভক্তদের ফুটবলের প্রতি ভালোবাসা ক্রমেই বাড়ছে। মুম্বাইয়ের ম্যাচ ভক্তদের বাড়তি আনন্দ দেবে। এই ম্যাচটি সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
মন্তব্য করুন