ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফিফা নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্প্যানিশ স্ট্রাইকার জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। সেই ঘটনায় রুবিয়ালেসের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবল তারকা হারমোসো।
রুবিয়ালেসের চুমুর ঘটনাটি খেলাধুলায় নারীদের প্রতি অসদাচরণকে নির্দেশ করে। ভবিষ্যতে ক্রীড়াবিদদের জন্য জবাবদিহিতা এবং সম্মান বৃদ্ধির দাবি জানিয়েছে স্প্যানিশ ফুটবলের প্রতিনিধিত্বকারী ফুটপ্রো ইউনিয়ন।
জেনিফার হারমোসো ফুটপ্রো ইউনিয়নকে জানিয়েছেন, এই ধরনের কাজ কখনই সহ্য করবেন না। এছাড়াও নারী ফুটবলারদের এই ধরনের অগ্রহণযোগ্য আচরণ থেকে সুরক্ষা পাওয়ার জন্য জোর দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হারমোসার পাশাপাশি আহ্বান জানিয়েছে স্প্যানিশ ফুটবলের প্রতিনিধিত্বকারী ফুটপ্রো ইউনিয়ন।
ফুটপ্রো ইউনিয়ন জানায়, নারীদের বিশ্বকাপ জয়ের পর তিনি (রুবিয়ালেস) সম্মতি ছাড়াই হারমোসোর ঠোঁটে চুম্বন করেছিলেন। অগ্রহণযোগ্য আচরণ করা আরএফইএফ সভাপতির বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ নেওয়ার জন্য হারমোসোর দাবিকে সমর্থনও জানিয়েছে ফুটপ্রো। এমনকি তার কর্মকাণ্ডের উপযুক্ত পরিণতি নিশ্চিত করতে স্পেনের দ্বিতীয় উপনেতা ইয়োলান্ডা ডিয়াজের সাথে দেখা করতেও প্রস্তুত সংস্থাটি।
ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পোডিয়ামে রুবিয়ালেস খেলোয়াড়দের আলিঙ্গন করার পাশাপাশি গালে চুমু দিয়ে স্বর্ণপদক প্রদান করেন। এমন সময় তিনি হারমোসোকে গালের বদলে ঠোঁটে চুমু দেন। আরএফইএফ সভাপতির এ ঘটনায় স্পেনের ভিতরে এবং বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন মহল রুবিয়েলসের পদত্যাগের আহ্বান জানায়।
রুবিয়ালেস একটি ভিডিও বার্তায় হারমোসার কাছে ক্ষমা চান। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা তার ক্ষমাপ্রার্থনা দেখেছি। তবে সেটিই যথেষ্ট নয়। ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই আরও স্পষ্ট এবং বিশ্বাসী হতে হবে। অগ্রহণযোগ্য আচরণকে স্পষ্ট করার জন্য তাকে আরও পদক্ষেপ নিতে হবে।’
মন্তব্য করুন