বাংলাদেশে সোমবার (৩১ মার্চ) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশের ফুটবল তারকারাও নিজেদের মতো করে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। জাতীয় দলে সদ্য অভিষেক হওয়া হামজা চৌধুরী বর্তমানে আছেন ইংল্যান্ডে, আর অধিনায়ক জামাল ভূঁইয়া ঈদ পালন করছেন নিজস্ব পরিবেশে। তবে দূর থেকেও দেশের ফুটবলপ্রেমীদের ভুলে যাননি তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় হামজা ও জামাল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের সব ভক্ত-সমর্থকদের।
হামজা ঈদ বার্তায় বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’
জামাল ঈদের শুভেচ্ছায় বলেন, ‘ঈদ মোবারক! আশা করি, সবাই পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’
বাংলাদেশ জাতীয় দল সম্প্রতি ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে মাঠে নেমেছিল, যেখানে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে তারা। ওই ম্যাচে জামাল ভূঁইয়া ছিলেন না একাদশে, তবে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে খেলতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হামজা চৌধুরী।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ওই ম্যাচের জন্য হামজার আবার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। এর মধ্যে অন্য জাতীয় দলের ফুটবলাররা অংশ নেবেন দেশের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায়।
ঈদের উৎসব শেষ হলেও মাঠের লড়াইয়ের প্রস্তুতি শুরু হবে দ্রুতই। তবে তার আগেই ভক্তদের সঙ্গে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করলেন বাংলাদেশ ফুটবলের দুই তারকা।
মন্তব্য করুন