আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়া পরাজয়ের পর চাকরি হারালেন ব্রাজিল জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়র! স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ৬২ বছর বয়সী এই কোচ আর থাকছেন না সেলেসাওদের ডাগআউটে। বিশ্বকাপ বাছাইপর্বে নড়বড়ে পারফরম্যান্সের কারণেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এর ফলে মাত্র ১৬ ম্যাচেই দরিভালের অধ্যায়ের ইতি ঘটলো ব্রাজিলে। এর মধ্যে ছিল ৮টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ, ৪টি কোপা আমেরিকা ও ৪টি প্রীতি ম্যাচ। তার অধীনে ব্রাজিল ৭টি জয়, ৭টি ড্র ও ২টি পরাজয়ের মুখ দেখেছে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমবারের মতো নিজেদের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজিত হয় ব্রাজিল। শুধু তাই নয়, প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার আর্জেন্টিনা তাদের বিপক্ষে চার গোলের ব্যবধানে জয় তুলে নেয়।
সিবিএফের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘দরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় দলের কোচ থাকছেন না। তার পেশাদারিত্বের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তার সফলতা কামনা করি। এখন থেকে নতুন কোচ খুঁজতে কাজ করবে সিবিএফ।’
দরিভালের উত্তরসূরি হিসেবে সবচেয়ে বড় নাম উঠে আসছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। এক বছর আগেও তার নাম শোনা গিয়েছিল, তবে তখনকার মতো এবারও তিনি সরাসরি না করে দিয়েছেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ কোচ।
আনচেলত্তি না আসায় আলোচনার কেন্দ্রে এখন পর্তুগিজ কোচ জর্জ জেসুস। ফ্ল্যামেঙ্গোর হয়ে কোপা লিবেরতাদোরেস জেতা এই কোচ বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-হিলালে কাজ করছেন, যেখানে তার শিষ্য হিসেবে ছিলেন নেইমারও।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের মতে, ৭০ বছর বয়সী এই কোচ ব্রাজিলের দায়িত্ব নিতে আগ্রহী। তবে একটি শর্ত রয়েছে—আল-হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপ শেষ না করা পর্যন্ত তিনি দায়িত্ব নিতে পারবেন না। এর মানে, জুন মাসের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে অন্তর্বর্তীকালীন কোচ নিয়েই মাঠে নামতে হতে পারে।
দরিভালের অধীনে ব্রাজিলের পারফরম্যান্স প্রত্যাশিত মানের ছিল না। বিশ্বকাপ বাছাইপর্বের ১৪ ম্যাচের মধ্যে ২১ পয়েন্ট নিয়ে তারা এখন চতুর্থ স্থানে রয়েছে, যা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য যথেষ্ট হতাশাজনক।
বিশেষ করে, আর্জেন্টাইন কোচদের বিপক্ষে তার দুর্বল রেকর্ডই চাকরি হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা, গুস্তাভো আলফারোর প্যারাগুয়ে ও মার্সেলো বিয়েলসার উরুগুয়ের কাছে পরাজিত হয়েছে ব্রাজিল। এমনকি কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হয়েছে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে।
যদিও বিশ্বকাপে জায়গা পাওয়ার আশা এখনও টিকে আছে, তবে ব্রাজিলের ফুটবল কর্তারা মনে করছেন, নতুন করে দলকে গড়ে তুলতে এখনই সঠিক সময়। তাই দরিভালকে সরিয়ে দিয়ে নতুন যুগের সূচনা করতে চাইছে সেলেসাও শিবির।
BREAKING: Brazil have fired Dorival Junior following 4-1 defeat vs Argentina. Hes no longer the head coach as Brazil are now looking for new manager with immediate effect. pic.twitter.com/G9Nj2GxgUy — Fabrizio Romano (@FabrizioRomano) March 28, 2025
মন্তব্য করুন