বড় জয়ে লা লিগার শীর্ষে উঠলেও বড় ধাক্কা খেল বার্সেলোনা। ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেও, ইনজুরিতে পড়েছেন দানি ওলমো। কোচ হানসি ফ্লিক সরাসরি ম্যাচ শিডিউলকেই দুষছেন এই বিপদের জন্য!
ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। গোল করেছেন ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানডোভস্কি। কিন্তু ম্যাচের আনন্দ ম্লান হয়ে গেছে ওলমোর চোটে!
শুক্রবার তার অ্যাডাক্টর ইনজুরির পরীক্ষা হবে, তবে ধারণা করা হচ্ছে ২-৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। কোচ ফ্লিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ম্যাচের শিডিউলটা একদমই ঠিক হয়নি। তিন পয়েন্ট পেলেও আমরা বড় মূল্য দিয়েছি—ওলমোর ইনজুরি! এই ক্যালেন্ডার ফুটবলকে ধ্বংস করছে।’
এই ম্যাচ ছিল ২০ দিনে বার্সার ৭ ম্যাচের প্রথমটি। মাত্র ৬৪ ঘণ্টার ব্যবধানে এরপর তারা নামবে জিরোনার বিপক্ষে।
জুলস কুন্দে, যিনি মাত্র ৪ দিন আগে ফ্রান্সের হয়ে ১২০ মিনিট খেলেছেন, বলছেন, ‘আমরা মেশিন নই! দর্শকদের সেরা খেলা উপহার দিতে হলে আমাদের বিশ্রাম দরকার। কিন্তু আমাদের মতামত কেউ শোনে না!’
ফুটবলারদের বিশ্রামহীন শিডিউল নিয়ে ক্ষুব্ধ বার্সার কোচও। ‘নেশন্স লিগ, আন্তর্জাতিক ম্যাচ, ক্লাব বিশ্বকাপ—সবকিছু শুধু ব্যবসার জন্য হচ্ছে। কিন্তু ফুটবলারদের কেউ ভাবছে না!’
ওলমোর চোটের কারণে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে পাবে না বার্সেলোনা। অন্যদিকে, রাফিনিয়া ও রোনাল্ড আরাউহোকেও পাওয়া যায়নি ওসাসুনার বিপক্ষে। ব্যস্ত সূচির কারণে ফ্লিকের দলের সামনে কঠিন সময় অপেক্ষা করছে।
মন্তব্য করুন