মাত্র ১৭ বছর বয়সেই ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে বার্সা তারকা লামিন ইয়ামাল। নিজের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই তার, আর সেটা প্রকাশ করতেও দ্বিধাবোধ করেন না বার্সেলোনার বিস্ময় বালক। নিজেকে এবং পেদ্রিকে ক্লাবের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় বলে উল্লেখ করেছেন ইয়ামাল।
বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে জিজ্ঞেস করা হয়, বার্সার সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় কে? সরাসরি উত্তর দেন, "আমি আর পেদ্রি!"
তিনি আরও বলেন, ‘আমি ধাপে ধাপে এগোচ্ছি, নিজের পারফরম্যান্স উন্নত করতে চাই, ক্যারিয়ার গড়তে চাই, আর শিরোপা জিততে চাই। স্পেনে মিডিয়ার চাপ কেমন, সেটা আমরা জানি, তবে আমি কেবল নিজের খেলায় মনোযোগ দিই। আমরা খেলোয়াড়রা মাঠেই জবাব দিই, আর আমি আমার সতীর্থদের সঙ্গে উপভোগ করি।’
সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার প্রশংসাও করেছেন ইয়ামাল। আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার আগে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন রাফিনিয়া। ম্যাচ শেষে আলবিসেলেস্তেরা তাকে বেশ কঠিন সময় পার করিয়েছে, তবে ক্লাবে ফিরে এসে আবারও নিজের ফর্মের প্রমাণ দিচ্ছেন তিনি।
রাফিনিয়ার প্রশংসা করে ইয়ামাল বলেন, ‘আমি রাফিনহাকে আমার দলে পেয়ে খুশি। তার মানসিকতা দারুণ উন্নতি করেছে। সে সবসময়ই দুর্দান্ত খেলোয়াড় ছিল, তাকে শুধু সেটার প্রমাণ দিতে হতো। আমি ওর জন্য খুব খুশি।’
হানসি ফ্লিকের দল এখনো লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে জয়ের দৌড়ে রয়েছে। আসছে বৃহস্পতিবার তারা মাঠে নামবে ওসাসুনার বিপক্ষে, যেখানে ইয়ামাল ও রাফিনিয়ার ফর্ম দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
বার্সেলোনার এই দুই তরুণ প্রতিভা কি দলকে শিরোপার পথে রাখতে পারবে? সময়ই দেবে উত্তর!
মন্তব্য করুন