২০২৬ বিশ্বকাপের উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে, তাই তাদের বাছাইপর্বে খেলতে হয়নি। তবে অন্যান্য মহাদেশীয় বাছাইপর্ব থেকে ধীরে ধীরে যোগ হচ্ছে নতুন দল। এই তালিকায় প্রথম দক্ষিণ আমেরিকান দল হিসেবে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, যারা ব্রাজিলকে বিধ্বস্ত করে বিশ্বকাপে নিজেদের টিকিট নিশ্চিত করেছে।
ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা প্রথম কনমেবল দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কাতার বিশ্বকাপজয়ী দলটি এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে। বিশ্বকাপে তারা শীর্ষ বাছাই হিসেবে থাকবে এবং বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রতিপক্ষদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।
এশিয়া ও ওশেনিয়া থেকে জায়গা পাকা করেছে জাপান, ইরান ও নিউজিল্যান্ড
এশিয়ান বাছাইপর্বে জাপান প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। ব্লু সামুরাইরা দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
অন্যদিকে, নিউজিল্যান্ডও জায়গা নিশ্চিত করেছে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে। নিউজিল্যান্ডের অল হোয়াইটসরা ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এশিয়া থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরানও। উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নিশ্চিত হয় তাদের টিকিট। শেষ মুহূর্তে ইন্টার মিলানের স্ট্রাইকার মেহেদি তারেমির দুর্দান্ত গোলে তারা বিশ্বকাপে ফেরার নিশ্চয়তা পায়।
২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো:
বিশ্বকাপের বাকি দলগুলোর নামও ধাপে ধাপে যুক্ত হবে। আগামী মাসগুলোতে উত্তেজনা আরও বাড়বে, কারণ অন্যান্য মহাদেশের বাছাইপর্বও শেষ ধাপে পৌঁছাবে। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসর হতে চলেছে, যেখানে থাকবে নতুন চ্যালেঞ্জ ও রোমাঞ্চ!
মন্তব্য করুন