মেসিবিহীন আর্জেন্টিনার নাচের তালে কাঁপল ব্রাজিল! বিশ্বকাপ বাছাইপর্বের মহারণে ৪-১ গোলে বিধ্বস্ত হলো সেলেসাওরা। লিওনেল মেসি মাঠে না থাকলেও দূর থেকেই উদযাপন করলেন সতীর্থদের ঐতিহাসিক জয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হাত তালির ইমোজি পোস্ট করে প্রশংসা জানালেন দলকে, যারা মনুমেন্টালে ব্রাজিলকে গুঁড়িয়ে দিল এক স্মরণীয় ম্যাচে।
বাম পায়ের অ্যাডাক্টর মাসলে চোটের কারণে এই আন্তর্জাতিক ব্রেকে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত লা পুলগা। ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলকে প্রশংসায় ভাসান তিনি। গোলের বন্যা বইয়ে দেওয়া এই জয় যে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণের সামনে বিধ্বস্ত ছিল ব্রাজিলের রক্ষণভাগ।
৪’ মিনিট : ফ্রি-কিক থেকে দ্রুত আক্রমণ গড়ে তোলে আর্জেন্টিনা। বক্সের ঠিক বাইরে বল পেয়ে যান থিয়াগো আলমাদা, যিনি দুর্দান্তভাবে ঘুরে জুলিয়ান আলভারেজকে পাস বাড়ান। গিলহেরমে আরানা ও মুরিলোর চাপে থেকেও আলভারেজ গোলকিপার বেন্তোর পায়ের ফাঁক দিয়ে বল পাঠিয়ে দেন জালে। (আর্জেন্টিনা ১-০ ব্রাজিল)
১২’ মিনিট : মাত্র আট মিনিটের ব্যবধানে আর্জেন্টিনা আবারও চমক দেখায়। পুরো ৩৩টি পাসের এক দুর্দান্ত সিকোয়েন্সের পর নাহুয়েল মোলিনা ডানদিক থেকে ক্রস বাড়ান। ব্রাজিলের ডিফেন্স বিপর্যস্ত, আর সেই সুযোগ কাজে লাগিয়ে এনজো ফার্নান্দেজ ছয় গজ বক্সের মধ্যে বল জালে জড়ান। (আর্জেন্টিনা ২-০ ব্রাজিল)
৩৭’ মিনিট : স্কালোনির শিষ্যদের আরেকটি দৃষ্টিনন্দন দলীয় আক্রমণ। এনজো ফার্নান্দেজের ক্রস, আর তা ধরে দারুণভাবে গোলকিপার বেন্তোর আগেই বল ছুঁয়ে গোল করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। (আর্জেন্টিনা ৩-০ ব্রাজিল)
২৬’ মিনিট : কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে গোল করেন মাতেওস কুনহা। (আর্জেন্টিনা ৩-১ ব্রাজিল)
৭১’ মিনিট : দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। বামদিক থেকে নিকোলাস তাগলিয়াফিকোর ক্রস ব্রাজিলের কেউ ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে দারুণ শটে জালে পাঠান অ্যাটলেটিকো মাদ্রিদের উদীয়মান তারকা জুলিয়ানো সিমিওনে। (আর্জেন্টিনা ৪-১ ব্রাজিল)
এই জয়ের ফলে কাতার বিশ্বকাপজয়ীরা নিশ্চিত করে ফেলেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। স্কালোনির আর্জেন্টিনা বুঝিয়ে দিল, কেন তারা ফুটবলের রাজা! অন্যদিকে, ব্রাজিলের জন্য এটি ভয়ানক এক ধাক্কা। তারা কি পারবে ঘুরে দাঁড়াতে? ফুটবল বিশ্ব অপেক্ষায়!
মন্তব্য করুন