স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

হামজার অভিষেকের দিনে জামাল নেই, ভারতের বিপক্ষে দারুণ শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় চমক—একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া! তার জায়গায় মিডফিল্ড সামলাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী, যিনি আজই প্রথম বাংলাদেশের জার্সিতে মাঠে নামলেন। আর অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে তপু বর্মনের হাতে।

এদিকে ম্যাচের শুরু থেকেই দারুণ আগ্রাসী বাংলাদেশ। মাত্র ১ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মজিবুর রহমান জনি। ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুলে বল পেয়ে যান তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত তার শট চলে যায় পোস্টের বাইরের দিকে।

এরপরও একের পর এক সুযোগ তৈরি করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১১ মিনিটে শাহরিয়ার ইমন এক দুর্দান্ত সুযোগ পেলেও বল ঠিকমতো সংযোগ করতে পারেননি। ১৭ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের দুর্দান্ত ক্রসে ইমন দারুণভাবে বলের নাগাল পেলেও, তা তার কাঁধে লেগে বাইরে চলে যায়। ভাগ্য সহায় না থাকলে যা হয়!

বাংলাদেশের রক্ষণভাগে আজ তপু বর্মন, তারিক কাজী ও শাকিল তপুর সমন্বয় দুর্দান্ত। ভারতের আক্রমণভাগকে একপ্রকার স্তব্ধ করে রেখেছেন তারা। অন্যদিকে, হামজা চৌধুরী তার অভিষেক ম্যাচেই দেখিয়ে দিচ্ছেন কেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার। ৪ মিনিটেই ভারতের আয়ুশ দেবকে সহজেই পেছনে ফেলে দেন তিনি, আর ৬ মিনিটে দুর্দান্ত এক পাস বাড়ান জনির উদ্দেশে।

ভারতও পাল্টা চাপ তৈরি করছে, কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় এগিয়ে বাংলাদেশ! ভারতও থেমে নেই। ৫ মিনিটে সেট-পিস থেকে প্রথম ভালো সুযোগ তৈরি করেছিল তারা, কিন্তু বলের নাগাল পায়নি কেউ। ১৩ মিনিটে ভারতের ফরোয়ার্ড লিস্টন কোলাসোকে ফাউল করেন শাকিল তপু, তবে রেফারি ইয়েলো কার্ড দেননি।

এই ম্যাচের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল একাদশে জামাল ভূঁইয়ার না থাকা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামালের পরিবর্তে মিডফিল্ডে হৃদয় ও হামজার জুটি সাজিয়েছেন, যেখানে আক্রমণভাগে আছেন রাকিব-মোরসালিন-ইমন ত্রয়ী। এই পরিবর্তনের কারণ কি জামালের সাম্প্রতিক পারফরম্যান্স নাকি নতুন কৌশল? সেটিই এখন বড় প্রশ্ন!

প্রথম ২০ মিনিটের পারফরম্যান্স বলছে, বাংলাদেশ আজ জয়ের লক্ষ্যেই খেলছে। রক্ষণে শক্ত অবস্থান আর আক্রমণে ধারাবাহিক চাপ—সবকিছুই বলছে, বাংলাদেশের দরকার কেবল একটিমাত্র গোল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় অবসরপ্রাপ্ত মেজরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ট্রাম্পের ভণ্ডামিতেই কি গাজার সংকট বাড়ল

নামাজ পড়ায় সাইকেলসহ নানা পুরস্কার পেল শিশু-কিশোররা

গুলশানে ডিশ ব্যবসায়ী সুমন হত্যায় গ্রেপ্তার ২

আন্তর্জাতিক মিলিটারি আর্চারি টুর্নামেন্টে তৃতীয় সশস্ত্র বাহিনী

প্রতারণার ফাঁদে ৩০ হাজার টাকা খোয়ালেন জবি শিক্ষার্থী

বেসরকারি ৯ বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিতদের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

‘বঙ্গবন্ধু এভিনিউ’সহ নানা স্থাপনার নাম পরিবর্তন

ঈদের আগে সুদের টাকার ঝগড়ায় শিশুর করুণ পরিণতি

ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার চায় জনগণ : খোকন

১০

স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্য প্রস্তুত রয়েছে : সেনাপ্রধান

১১

গণহত্যা ভয়ংকর ও বিপজ্জনক দৃষ্টান্ত : স্বপন

১২

ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : আমিনুল হক

১৩

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

১৪

হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৫

‘আমার পরিবারের পঞ্চাশ বছর আগেও ৫০টি গাড়ির ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল’

১৬

পঙ্গু হাসপাতালে ঈদ উপহার বিতরণ এ্যাবের

১৭

প্রতিবাদ চলবে, আঘাত কিংবা মৃত্যুর জন্য প্রস্তুত : হান্নান মাসুদ

১৮

ছোট হয়ে আসছে দেশের শ্রমবাজার, রপ্তানি কমেছে ৩০ শতাংশ

১৯

দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে : টুকু

২০
X