ভারতে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলংয়ে পৌঁছানোর পর থেকেই অনুশীলন সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের কর্মকর্তারা।
দলের ম্যানেজার আমের খান জানান, নির্ধারিত সময়ে অনুশীলনের মাঠ না পাওয়ায় তাদের সময় পরিবর্তন করতে হয়েছে। তিনি বলেন, 'আমাদের অনুশীলনের জন্য নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে পাঁচটা। কিন্তু তখনও মাঠ দেওয়া হয়নি। পরে সাড়ে সাতটায় যুদ্ধ করে মাঠ নিতে হয়েছে, তাও টাকা দিয়ে।'
প্রথমে নর্থ ইস্টার্ন হিলস বিশ্ববিদ্যালয়ের একটি নিম্নমানের মাঠে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ফ্লাডলাইটের সুবিধা ছিল না। বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা চরম অসন্তোষ প্রকাশ করেন।
অভিযোগ উঠেছে, ভারত আয়োজক হিসেবে বাড়তি সুবিধা নিচ্ছে। ভারতীয় দল যেখানে শিলংয়ের মূল স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পেয়েছে, সেখানে বাংলাদেশ দলকে পাঠানো হয়েছে তুলনামূলক নিম্নমানের টার্ফ মাঠে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টরা।
ডিফেন্ডার সাদ উদ্দিন বলেন, 'অনুশীলন দেরিতে শুরু হওয়ায় আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঘাসের মাঠে অনুশীলন করতে পারলে ভালো হতো।'
তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ দলের খেলোয়াড়রা অনুশীলনে মনোযোগ ধরে রেখেছেন। দলের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলেন, 'হামজা চৌধুরীর কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি। আমি তাঁকে ১০০ তে ১০০ নম্বর দেব।'
বাংলাদেশ ফুটবল দল এখন কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আগামী ম্যাচে ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় কাবরেরার শিষ্যরা।
মন্তব্য করুন