স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার জন্য মৌসুমটি দারুণ কাটছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্লাবটির তরুণ তারকারা। তাদের মধ্যে অন্যতম ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল, যিনি তার পারফরম্যান্স দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন। তবে আরেক তরুণ প্রতিভা মার্ক কাসাদো নীরবে দুর্দান্ত খেলছিলেন, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে মৌসুম শেষ হওয়ার শঙ্কায় পড়েছেন।
ইয়ামাল তার আহত সতীর্থের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কেমন অনুভব করছে। সে বলেছিল, হাঁটুতে ব্যথা থাকায় এমআরআই করাতে হবে। আমি গতকাল তার সঙ্গে কথা বলেছি, দ্রুত সুস্থ হওয়ার শুভকামনা জানিয়েছি। যখন সে ফিরবে, আমি তাকে দেখতে যাব, কিছু সময় একসঙ্গে কাটাব। আমরা তাকে খুব ভালোবাসি। এটা তার প্রথম মৌসুম ছিল, আর সে দুর্দান্ত খেলছিল—চমৎকার পাস, অ্যাসিস্ট—সবকিছুই। আমি সত্যিই খুশি ছিলাম তার পারফরম্যান্স দেখে।’
যদিও ইয়ামাল বর্তমানে বার্সেলোনার অন্যতম ভরসার প্রতীক তবে কোপা ট্রফি জয়ী চাপ অনুভব করছেন না এবং খেলাটা উপভোগ করাই তার প্রধান লক্ষ্য।
‘আমি মাঠে নামি শুধুই উপভোগ করতে। আমি খেলাটা উপভোগ করতে চাই, ভালো সময় কাটাতে চাই, কারণ এটাই আমি সবচেয়ে ভালো পারি। এসব নিয়ে আমি ভাবতে চাই না।’
বার্সেলোনার অসাধারণ মৌসুমের কারণে ব্যালন ডি’অর আলোচনাও স্বাভাবিকভাবে সামনে আসছে। ইয়ামাল ও তার সতীর্থ রাফিনিয়া দুজনই সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে এ নিয়ে ইয়ামালের প্রতিক্রিয়া ছিল আত্মবিশ্বাসী, কিন্তু নিঃস্বার্থ।
‘আমরা এটা নিয়ে কথা বলিনি, তবে যদি আমরা সামনে থাকা শিরোপাগুলো জিততে পারি, তাহলে আমাদের মধ্যে একজনই ব্যালন ডি’অর জিতবে—সে যে-ই হোক না কেন। আমি রাফিনহার জন্য খুব খুশি। আমি সবসময় তাকে বলি, তার পরিবর্তনটা অসাধারণ হয়েছে, আর সে এখন দারুণ উপভোগ করছে ফুটবল। ব্যালন ডি’অর? এটা নিয়ে আমি চিন্তিত নই।’
এই মানসিকতা নিয়েই ইয়ামাল বার্সেলোনার নতুন প্রজন্মের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন—নির্ভীক, আত্মবিশ্বাসী এবং বিশ্বজয়ের জন্য প্রস্তুত।
মন্তব্য করুন