ইতালিয়ান প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল হককে নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৯ মার্চ) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে অংশ নেওয়ার পরও মূল স্কোয়াডে জায়গা না পেয়ে ইতালি ফিরে যাওয়া ফাহমিদুলকে ঘিরে ফুটবল মহলে ব্যাপক আলোচনা চলছে। ১৮ বছর বয়সী এই ফুটবলার ইতালির চতুর্থ স্তরের লিগে খেলেন এবং কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার নজরে আসায় জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। ক্যাম্পে এক সপ্তাহ অনুশীলন এবং একটি ম্যাচ খেলার সুযোগ পেলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।
ফাহমিদুলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। অনেকে বাফুফে ভবন এবং টিম হোটেলের সামনে এসে প্রতিবাদ জানিয়েছেন, তার ফেরার দাবি তুলেছেন এবং জাতীয় দলে স্বজনপ্রীতি ও গ্রুপিং বন্ধের আহ্বান জানিয়েছেন।
এদিকে, ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেওয়ার খবরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল টিম হোটেলে উপস্থিত ছিলেন। হামজা আসার আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে তিনি কিছুক্ষণ কথা বলেন। আলোচনায় বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন, তবে জাতীয় দল কমিটির অন্যান্য সদস্যরা আলোচনায় অংশ নেননি।
মন্তব্য করুন