মাদ্রিদের দুই জায়ান্ট ফুটবল ক্লাবের লড়াই জমে উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে এগিয়ে থাকলেও, ফিরতি লেগে ঘরের মাঠে বর্তমানে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
প্রথম লেগে রদ্রিগো ও ব্রাহিম দিয়াজের গোলের মাঝে জুলিয়ান আলভারেজ দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে সহজ এক সুযোগ মিস করেন কিলিয়ান এমবাপ্পে যখন তিনি ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশ্যে বল বাড়াতে ব্যর্থ হন। সেই ভুল কি এবার চড়া মূল্য গুনাবে রিয়ালকে?
ইউরোপিয়ান মঞ্চে রিয়ালের দাপট নতুন কিছু নয়। কার্লো আনচেলত্তির দল বরাবরই বড় ম্যাচে ছন্দে থাকে, আর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকোর বিপক্ষে অতীত পরিসংখ্যানও তাদের পক্ষেই কথা বলছে। দুইবার ফাইনালে হারিয়ে তারা প্রতিপক্ষের দুঃসহ স্মৃতি হয়ে আছে।
অন্যদিকে, অ্যাথলেটিকোর জন্য এটি নিজেদের ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। তবে ম্যাচের আগে মনোবলে কিছুটা চোট লেগেছে তাদের। লা লিগায় গেতাফের বিপক্ষে ২-১ গোলের হারে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেয়েছে সিমিওনের দল। বিপরীতে, রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর বিপক্ষে জয়ে নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখেছে।
দুই দলের সম্ভাব্য একাদশ
অ্যাথলেটিকো মাদ্রিদ (৪-৪-২): ওবলাক; লোরেন্তে, গিমেনেজ, লে নরমান্দ, গালান; সিমিওনে, দে পল, বারিওস, লিনো; আলভারেজ, গ্রিজমান।
রিয়াল মাদ্রিদ (৪-২-৩-১): কোর্তোয়া; ভালভার্দে, রুডিগার, আসেনসিও, মেন্ডি; চুয়ামেনি, কামাভিঙ্গা; রদ্রিগো, বেলিংহাম, ভিনিসিয়ুস; এমবাপ্পে।
এদিকে এই ম্যাচে রিয়ালের অন্যতম প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে তবে আশার কথা হলো রিয়ালের আরেক তুরূপের তাস জুড বেলিংহাম ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে
মাদ্রিদ ডার্বির এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? অ্যাথলেটিকো কি ঘুরে দাঁড়িয়ে রিয়ালের ইউরোপিয়ান আধিপত্যে আঘাত হানতে পারবে, নাকি আনচেলত্তির শিষ্যরা আবারও নিজেদের শক্তি দেখাবে? উত্তরের জন্য অপেক্ষা বুধবার রাতের ম্যাচের!
মন্তব্য করুন