দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) এবার চ্যাম্পিয়নশিপ আয়োজনের নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে। আগে ঠিক করা হয়েছিল, ২০২৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ‘হোম অর অ্যাওয়ে’ ভিত্তিতে। তবে কাঠমান্ডুতে আজ অনুষ্ঠিত বৈঠকে সদস্য দেশগুলো বরাবরের মতো একক ভেন্যুতে প্রতিযোগিতাটি আয়োজনের পক্ষে মত দিয়েছে।
সাফের সভায় অংশ নেওয়া দেশগুলোর বেশিরভাগ প্রতিনিধি মনে করেন, একক ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনই উত্তম হবে। সম্ভাব্য সময়সূচি ঠিক করা হয়েছে জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের ওপর। এ মাসের শেষ দিকে সংস্থাটি তাদের মতামত জানাবে।
সাফ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। তবে অন্যান্য দেশগুলো থেকে খুব একটা আগ্রহ দেখা যায়নি। এর আগে স্পোর্টস ফাইভের সঙ্গে আলোচনায় ‘হোম অর অ্যাওয়ে’ ফরম্যাট নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সদস্য দেশগুলোর মত অনুযায়ী তা আর বাস্তবায়ন হচ্ছে না।
এদিকে, আজকের সভায় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৯-১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। পাকিস্তান অংশ না নিলেও বাকি ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান। আর গ্রুপ ‘বি’-তে খেলবে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।
মন্তব্য করুন