সৌদি আরবের তায়েফ শহরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন ফাহমিদুল ইসলাম। সোমবার (১০ মার্চ) রাতে বাংলাদেশি বংশোদ্ভূত এ ইতালিয়ান ফুটবলারের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া সাদমান সাকিব।
ইতালির পেশাদার লিগ কাঠামোর চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন ফাহমিদুল ইসলাম। ১৮ বছর বয়সি এ ফুটবলারের পৈত্রিক নিবাস ফেনীতে। একাধিক পজিশনে খেলার ক্ষমতাসম্পন্ন এ ফুটবলারকে প্রথমবারের মতো জাতীয় দলে যুক্ত করেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।
হামজা চৌধুরীর সঙ্গে লাল-সবুজ জার্সিতে অভিষেকের প্রতীক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। ভারতের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিষেক হতে পারে দুই প্রবাসী ফুটবলার— হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামের।
সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে সতীর্থদের সঙ্গে ঢাকায় ফিরবেন ফাহমিদুল ইসলাম। ১৭ মার্চ সকালে সিলেটে নামার কথা হামজা চৌধুরীর। পরদিন জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে এ ফুটবলারের। পরবর্তীতে লাল-সবুজদের সঙ্গে ভারত যাবেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা লেস্টার সিটির এ মিডফিল্ডারের।
মেঘালয় রাজ্যের প্রধান শহর শিলংয়ে ২৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-বাংলাদেশ ম্যাচ। হাইপ তোলা এ দ্বৈরথের জন্য অবসর ভেঙে ফিরছেন ভারতের বর্ষীয়ান ফরোয়ার্ড সুনীল ছেত্রী।
মন্তব্য করুন