বার্সেলোনায় কোচ হিসেবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। তবে আবেগপ্রবণ সিদ্ধান্তই হয়তো তার ক্যাম্প ন্যু অধ্যায়ের পরিণতি নির্ধারণ করেছে।
২০২১ সালে ক্লাবের দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণ মৌসুমেই লা লিগা জিতেছিলেন তিনি। কিন্তু ২০২৩-২৪ মৌসুমে শিরোপা খরা ও ট্যাকটিক্যাল ভুলের দায়ে তাকে বরখাস্ত করা হয়। এবার ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বার্সেলোনা অধ্যায়ের নানা ভুল ও শিক্ষার কথা স্বীকার করলেন সাবেক মিডফিল্ড জাদুকর।
বার্সার দায়িত্ব নেওয়ার সময়ই ক্লাবের জটিল আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল জাভিকে। সার্জিও বুসকেটস, জর্দি আলবা, লুইস সুয়ারেজদের বিদায়ে দলের কৌশল বদলানো জরুরি হয়ে পড়েছিল। কিন্তু সেই পরিবর্তনে কিছু ভুল হয়েছে বলেই মানছেন তিনি।
‘আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, যা আমার বিপক্ষে কাজ করেছে,’ বলছিলেন জাভি। ‘কখনো কখনো খুব বেশি আক্রমণাত্মক মিডফিল্ড ব্যবহার করেছি, যা সঠিক সিদ্ধান্ত ছিল না। তবে আমি গর্বিত যে নতুন প্রজন্মের ফুটবলারদের ওপর ভরসা রেখেছিলাম—ফার্মিন লোপেজ, লামিন ইয়ামাল, পাউ কুবারসি, আলেহান্দ্রো বালদেরা বার্সার ভবিষ্যৎ।’
বার্সা অধ্যায় শেষে কিছুদিন বিশ্রামে থাকলেও এবার নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ৪৪ বছর বয়সী কোচ। স্পেনের বাইরেও কাজ করার ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, ‘আমি এখন নতুন প্রকল্পের অপেক্ষায়। লা লিগার অন্য কোনো ক্লাবেও কাজ করতে আপত্তি নেই।’
মন্তব্য করুন