বুধবার, ০৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হামজা চৌধুরীর বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশে আগমনের তারিখ নিশ্চিত হয়েছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে হতে যাওয়া ম্যাচের জন্য বাংলাদেশ দলে প্রাথমিকভাবে নির্বাচিত এই ফুটবলার ১৭ মার্চ সকালে সরাসরি লন্ডন থেকে সিলেটে পৌঁছাবেন। পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটানোর পর পরদিন ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনেকদিন ধরেই হামজার আগমনের প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার (০৪ মার্চ) জাতীয় দল কমিটির বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। টিম হোটেলে অনুষ্ঠিত ওই সভায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, সহ-সভাপতি ফাহাদ করিম এবং জাতীয় দল কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

হামজা চৌধুরী ও তার পরিবারের ইচ্ছে ছিল, বাংলাদেশে এসে একদিন হবিগঞ্জে কাটানো। সে কারণেই তিনি সরাসরি ঢাকায় না এসে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বাফুফে তাকে বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করেছে এবং তার সঙ্গে স্ত্রী ও সন্তানও আসছেন।

এদিকে, ভারত ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করবে। আগামীকাল দুপুরে দল রওনা হবে এবং সেখানে অনুশীলনের পাশাপাশি কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সুদানের নাম সামনে এসেছে। সৌদির তায়েফ শহরে ক্যাম্প করার কথা থাকলেও, এখনও অনুশীলন মাঠ ও হোটেল চূড়ান্ত করতে বাফুফে সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে।

সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করছে জাতীয় দল। সৌদি ক্যাম্প শেষ করে ১৭ মার্চ রাতে তারা দেশে ফিরবে। একই দিনে হামজাও সিলেটে পৌঁছাবেন, ফলে তার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সুন্দরভাবে পরিকল্পিত হয়েছে। এখন বাফুফে তার সংবর্ধনা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশ-ভারত ম্যাচের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে বাফুফে সভাপতি ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠক হয়েছে। জাতীয় দল নিয়ে আশাবাদী বাফুফে, আর হামজার অন্তর্ভুক্তি যে দলে নতুন মাত্রা যোগ করবে, তাতে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলওয়াত প্রতিযোগিতা

‘আমরা আশা করি বাংলাদেশিদের ভিসা দেবে ভারত’

চলন্ত বাসে কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীকে মারধর

পুতুলসহ আ.লীগ নেতাদের দুর্নীতির তথ্য লুকানোর অভিযোগ দুদক জিআরের বিরুদ্ধে

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর

বাংলার সুবাদার / সুবাহদার শব্দের উৎপত্তি, বিকাশ ও শাসনামল

গোয়েন্দা নজরদারিতে যেসব গুরুত্বপূর্ণ আমলা, প্রশাসনে আতঙ্ক

নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেলের ‘ফ্রি উইমেন হেল্‌থ ডে’

তথ্য চাওয়ায় অফিস থেকে সাংবাদিককে বের করে দিলেন খাদ্য নিয়ন্ত্রক

যানজট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন : মঞ্জু

১০

নির্বাচন পেছাতে অজুহাত তৈরির পাঁয়তারা চলছে : মির্জা আব্বাস

১১

‘খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ’

১২

দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

১৩

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রক্টরকে আসামি করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

চাঁদাবাজির মামলায় পটুয়াখালীতে শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

১৫

রোজা রেখে কি রক্ত দেওয়া যায়?

১৬

সিলেটে ফেব্রুয়ারিতে সড়কে প্রাণ গেল ৩২ জনের

১৭

বরিশালে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৯

‘দারিদ্র্যতা দূর করতে জাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই’

২০
X