নারী ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী নারী খেলোয়াড় জেনিফার হারমোসো ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের চুম্বনের একটি মুহূর্ত ভাইরাল হয়েছে।
রোববার (২০ আগস্ট) বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ব চ্যাম্পিয়নকে স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসোর ঠোঁটে চুম্বন করেন আরএফইএফ সভাপতি।
এবারের নারী বিশ্বকাপ আসরে প্রথমবার শিরোপা আনন্দে ভাসলো স্পেন। ফাইনাল ম্যাচে স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমোনার একমাত্র গোলে ইংল্যান্ডকে হারায় লা রোজারা। ম্যাচ জয়ের পর আনন্দ-উল্লাসে মাতেন স্পেনের নারী ফুটবলরা। বিশ্বজয়ের পর আনন্দের বিভিন্ন মুহূর্তের মধ্যে একটি ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্প্যানিশ খেলোয়াড়রা ট্রফি এবং পদক সংগ্রহের জন্য মঞ্চে যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফইএফ সভাপতি লুইস রুবিয়ালেস। তিনিও স্প্যানিশ খেলোয়াড়দের পদক দেওয়ার দায়িত্বে ছিলেন। একে একে পোডিয়ামে আসা খেলোয়াড়দের আলিঙ্গন ও গালে চুমু দিয়ে অভ্যর্থনা জানান এবং সোনার মেডেল গলায় পরিয়ে দেন। এসময় স্পেনের মেক্সিকান উইমেন্স ফুটবল ক্লাব পাচুকা স্ট্রাইকার হারমোসো পোডিয়ামে আসেন। বিশ্বকাপজয়ী এই নারীকে অভিনন্দন জানাতে আরএফইএফ সভাপতি হারমোসোর ঠোঁটে একটি চুমু দেন। যা দেখে উপস্থিত নারী ফুটবলারদের পাশাপাশি সারা বিশ্বের সমর্থকরা বিস্মিত হয়ে যান।
হারমোসোকে চুম্বনের মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হারমোসো স্প্যানিশ টিভি নেটওয়ার্ক লা ওয়ানকে জানান, ‘আমি এটি উপভোগ করিনি।’
আরএফইএফ সভাপতির এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফুটবল সমর্থকরা রুবিয়ালেসেকে অনুপযুক্ত আচরণের জন্য অভিযুক্ত করেনে। ইংল্যান্ডের সাবেক নারী খেলোয়াড় ক্যাসি স্টনি টুইটারে জানান, ‘সে (রুবিয়ালেস) একজন নারী খেলোয়াড়কে এভাবে চুম্বন করবে? এটা কোনো ভাবেই ঠিক না।’
মিস্টার রুবিয়ালেস এই ঘটনা সম্পর্কে রেডিও মার্কাকে বলেন, ‘এটি কেবলমাত্র দুজন লোকের একটি ছোটখাট স্নেহের প্রদর্শন ছিল। তবে তার আচরণের দ্বারা ক্ষুব্ধ ব্যক্তিদের মন্তব্য মূর্খতা ছাড়া আর কিছু নয়।’
মন্তব্য করুন