ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জেরার্ড পিকে। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে ইতিহাস গড়া এই ডিফেন্ডার এবার গোলশূন্য ড্র রোধে এক ব্যতিক্রমী প্রস্তাব দিয়েছেন। তার মতে, যদি কোনো ম্যাচ ০-০ তে শেষ হয়, তাহলে উভয় দলকেই শূন্য পয়েন্ট দেওয়া উচিত।
ইকার ক্যাসিয়াসের নতুন পডকাস্ট ‘বাহো লোস পালোস’-এ অতিথি হয়ে এসে পিকে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি বলেন, ‘গোলশূন্য ম্যাচ মানে দর্শকদের জন্য কোনো বিনোদন নেই। দলগুলোকে আক্রমণাত্মক হতে বাধ্য করতে হবে। যদি ০-০তে ম্যাচ শেষ হয়, তাহলে কোনো দলই পয়েন্ট পাবে না।’
পিকে মনে করেন, তার এই নিয়ম কার্যকর হলে দলগুলো শেষ মুহূর্ত পর্যন্ত গোলের জন্য মরিয়া হয়ে উঠবে। তিনি যুক্তি দিয়ে বলেন—
‘৭০তম মিনিটের পর খেলা অনেক বেশি উন্মুক্ত হয়ে যাবে। দলগুলো আক্রমণ বাড়াবে, কারণ পয়েন্ট না পেলে কারোরই লাভ নেই।’
তবে তিনি এটাও স্বীকার করেন যে, প্রতিরক্ষামূলক কৌশলও ফুটবলের অংশ। তবে যারা আক্রমণাত্মক খেলে, তাদেরই বেশি পুরস্কৃত করা উচিত বলে মনে করেন তিনি।
আলোচনার সময় পিকে আজকের তরুণ দর্শকদের মনোযোগ কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার ছেলে মিলান বার্সেলোনার ম্যাচ দেখে ঠিকই, কিন্তু একইসঙ্গে টিকটক আর ইউটিউব চালিয়ে রাখে।’
এরপর তিনি প্রশ্ন তোলেন, ফুটবল কি সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আনতে পারছে?
পিকে মনে করেন, ফুটবল এখন শুধুমাত্র খেলা নয়, বরং এটি একটি বিনোদন মাধ্যম। তাই দর্শকদের আগ্রহ ধরে রাখতে এটি আরও গতি ও উত্তেজনাময় করা দরকার। ‘আমাদের এমন কিছু করতে হবে, যাতে ফুটবল আরও আকর্ষণীয় হয় এবং মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত খেলা দেখতে বসে থাকে।’
ফুটবলের ঐতিহ্য ও রক্ষণাত্মক কৌশলের দিক থেকে পিকে’র এই প্রস্তাব বিতর্কিত হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার—তিনি ফুটবলে নতুনত্ব আনতে চান। এখন দেখার বিষয়, এই আলোচনা কতদূর গড়ায় এবং ফুটবল বিশ্ব কতটা এটিকে গ্রহণ করে।
মন্তব্য করুন