স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

এন্ড্রিকের গোলে কোপার ফাইনালের পথে রিয়াল

বেলিংহামের পাসে দুর্দান্ত গোল করেছেন এন্ড্রিক। ছবি : সংগৃহীত
বেলিংহামের পাসে দুর্দান্ত গোল করেছেন এন্ড্রিক। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ মানেই মঞ্চটা বড়, আর বড় মঞ্চে যারা নিজেকে মেলে ধরতে পারে, তারাই ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। বুধবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এমনই এক মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ব্রাজিলিয়ান বিস্ময়বালক এন্ড্রিক তার সামর্থ্যের ঝলক দেখালেন, আর জুড বেলিংহাম মিডফিল্ডে চালকের আসনে বসে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখলেন। সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়ে কার্লো আনচেলত্তির দল এখন ফাইনালের আরও কাছাকাছি।

মাত্র ১৭ বছর বয়সেই এন্ড্রিক বুঝিয়ে দিলেন, কেন তাকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যত বলা হয়। ম্যাচের শুরুর দিকে অবশ্য রিয়াল সোসিয়েদাদই আক্রমণের ঝড় তুলেছিল। তাকেফুসা কুবো প্রথম সুযোগ তৈরি করেন তবে তার শক্তিশালী শট আন্দ্রেই লুনিন দুর্দান্তভাবে রুখে দেন। কিন্তু এরপরই গল্পের মোড় ঘুরিয়ে দিলেন এন্ড্রিক।

বেলিংহামের এক অসাধারণ পাস থেকে বল পেয়ে গতির ঝড় তুলে ডিফেন্ডারকে পরাস্ত করেন এন্ড্রিক, এরপর ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। প্রথম সুযোগেই গোল—রিয়াল মাদ্রিদের জার্সিতে এর চেয়ে ভালো মুহূর্ত আর কী হতে পারে তার জন্য!

ভিনিসিয়ুস জুনিয়র এরপর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন, কিন্তু গোলরক্ষকের দুর্দান্ত সেভে বেঁচে যায় সোসিয়েদাদ। তবে মাদ্রিদ পুরো ম্যাচে নিয়ন্ত্রণ নেয়নি, বরং মুহূর্তের ঝলকানিতে ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

যখনই রিয়ালের আক্রমণ তৈরি হয়েছে, তার কেন্দ্রে ছিলেন জুড বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার পুরো ম্যাচ জুড়ে মাঠে দাপট দেখিয়েছেন, নিখুঁত পাসে ও তীক্ষ্ণ মুভমেন্টে প্রতিপক্ষের রক্ষণকে বিপাকে ফেলেছেন। ম্যাচের একমাত্র গোলেও তার অবদান সবচেয়ে বেশি।

বেলিংহামের অনবদ্য বল কন্ট্রোল আর আক্রমণাত্মক পাসিং রিয়ালের মাঝমাঠকে শক্তি জুগিয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে এন্ড্রিক আবারও আলো ছড়ান, একবার তার শক্তিশালী শট বারে লেগে ফিরে আসে।

বাকি সময়টা ছিল ম্যাচ নিয়ন্ত্রণের। রিয়াল মাদ্রিদ মূলত নিজেদের রক্ষণ জমাট রাখার কৌশল নেয়, প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ দেয়নি। যদিও সোসিয়েদাদ বলের দখল বেশি রেখেছে, কিন্তু কার্যকর কিছু করতে পারেনি।

এই ১-০ গোলের জয় রিয়াল মাদ্রিদকে ফাইনালের পথে এগিয়ে দিলেও কাজ এখনও শেষ হয়নি। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে সোসিয়েদাদের জন্য সমীকরণ সহজ হবে না। তাদের আক্রমণভাগ এই মৌসুমে বেশ সংগ্রাম করছে, আর রিয়ালের মতো দলে এডভান্টেজ থাকলে সেটা কাজে লাগাতেই জানে।

রিয়াল মাদ্রিদ কখনোই ছোট প্রতিপক্ষকে হালকাভাবে নেয় না, আর এই জয় তাদেরকে আরেকটি শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। এন্ড্রিকের জন্য এটি শুধুই শুরু, আর বেলিংহামের মতো ফুটবলার যখন মাঝমাঠে রাজত্ব করেন, তখন মাদ্রিদের স্বপ্ন দেখা দোষের কিছু নয়। ফিরতি লেগে সোসিয়েদাদ যদি অলৌকিক কিছু না করতে পারে, তবে রিয়াল মাদ্রিদকে ফাইনালে দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদল সভাপতির এই মানসিকতাকে স্বাগত জানাই : হাসনাত

জুলাই গণঅভ্যুত্থানকে ঢাবি ছাত্রদল সভাপতির ‘তথাকথিত আন্দোলন’ আখ্যা, শিবিরের নিন্দা 

‘মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ট্রেনিং-রিসার্চকে গুরুত্ব দিতে হবে’

কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর হত্যা মামলা

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় ঘোরানো ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আ.লীগের হাতে গত ১৫ বছর আলেম সমাজ লাঞ্ছিত হয়েছে : রহমাতুল্লাহ

১০

চট্টগ্রামে পলিটেকনিকের শিক্ষার্থীরা এবার বসলেন আমরণ অনশনে

১১

বগুড়ায় ৫ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

১২

৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ফরিদপুর

১৩

ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন ‘প্ল্যান বি’

১৪

আ.লীগের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

১৫

১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায় এনসিপি

১৬

সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও

১৭

রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস

১৮

আরেক দেশকে নিয়ে ‘বিশাল যুদ্ধ মহড়ায়’ যুক্তরাষ্ট্র

১৯

বাকেরগঞ্জে কারখানা নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

২০
X