সুপার-সাব দানি ওলমো ও ফেরান তোরেসের দুর্দান্ত পারফরম্যান্সে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা।
গত নভেম্বরে লাস পালমাসের কাছে ২-১ গোলের পরাজয়ের পর শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রতিশোধের মিশনে নামে কাতালানরা। তবে ম্যাচের শুরুতে বার্সাকে রীতিমতো চাপে ফেলে স্বাগতিকরা। বার্সার পোস্টের নিচে দাঁড়িয়ে একের পর এক সেভ করতে হয় অভিজ্ঞ গোলরক্ষক ভোয়েচেখ শচেজনিকে।
এদিকে হানসি ফ্লিকের দল প্রথমার্ধে ছিল ছন্দহীন। রাফিনিয়া-লেভানদোভস্কিরা কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ হন। ৬০ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে যখন লামিন ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
তবে ৬২ মিনিটে ম্যাচের গতি বদলে দেন দানি ওলমো। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে বল পাঠান ক্রসবারের নিচ দিয়ে জালে, এগিয়ে যায় বার্সা।
এরপর নাটকীয়তা বাড়ে যখন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে বল লাগলে পেনাল্টির দাবি তোলে লাস পালমাস। তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর রেফারি বার্সার পক্ষেই সিদ্ধান্ত দেন।
শেষ দিকে ফেরান তোরেসের ঝলক আরও স্বস্তি এনে দেয় অতিথিদের। তার দূরপাল্লার শট গোলরক্ষক জাসপার সিলেসেনকে পরাস্ত করলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় কাতালানদের।
এই জয়ের ফলে অ্যাথলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। তবে রোববার জিরোনাকে হারাতে পারলে রিয়াল মাদ্রিদ তাদের পাশে চলে আসবে।
মন্তব্য করুন