রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলার জন্যই যেন জন্ম হয়েছে কিলিয়ান এমবাপ্পের! চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে শেষ ষোলোতে তুলেই থামেননি, জানিয়ে দিলেন—তিনি এসেছেন এক নতুন যুগ গড়তে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে একাই তিন গোল করেন এমবাপ্পে। ৪ মিনিটেই গোলের খাতা খুলে দেন ফরাসি তারকা, ৩০ মিনিটে দ্বিতীয় গোল এবং ৬০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী এমবাপ্পে জানালেন, ‘আমি শুধু স্বপ্ন পূরণ করতেই আসিনি, ইতিহাস গড়তে এসেছি।’
তবে এমবাপ্পে নিজের পারফরম্যান্সকে শুধুই গোলসংখ্যার বিচারে দেখতে রাজি নন। তার চাওয়া শিরোপা, ‘আমি অনেক গোল করেছি, কিন্তু যদি শিরোপা না জিততে পারি, তাহলে সবটাই বৃথা। গোল করে ট্রফি জিততে পারলে তবেই আমি খুশি হব।’
এমবাপ্পের দুর্দান্ত ফর্মে মুগ্ধ রিয়ালের আরেক তরুণ তারকা জুড বেলিংহামও, ‘তাকে বল দিলেই সে কিছু না কিছু করবে। সে এখন উড়ছে, তাকে দেখতে দারুণ লাগে।’
কোচ কার্লো আনচেলত্তিও প্রশংসায় ভাসিয়েছেন তার নতুন তারকাকে, সরাসরি তুলনা করেছেন ক্লাব কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। ‘ক্রিশ্চিয়ানোর স্তরে যেতে হলে অনেক পরিশ্রম করতে হবে, তবে এমবাপ্পের যোগ্যতা আছে। সে যদি কঠোর পরিশ্রম চালিয়ে যায়, তাহলে সেও রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবে,’ বললেন আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদের জার্সিতে নতুন এক অধ্যায় রচনা করতে কি পারবেন এমবাপ্পে? সময়ই দেবে তার উত্তর!
মন্তব্য করুন