তীব্র শীতের রাতে চিলড্রেনস মার্সি পার্কে যেন আগুন ঝরালেন লিওনেল মেসি! দুর্দান্ত স্কিলে প্রতিপক্ষকে পরাস্ত করে অসাধারণ এক গোল করলেন ইন্টার মায়ামির অধিনায়ক, যা তাদের এনে দিল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয়।
প্রচণ্ড ঠান্ডায় জমে থাকা মাঠে মেসির এই গোল যেন ইন্টার মায়ামির জন্য উষ্ণতা এনে দিল। ম্যাচের ৫৬তম মিনিটে বার্সেলোনা যুগের সতীর্থ সার্জিও বুসকেটসের চোখ ধাঁধানো এক লবড পাস বক্সের মধ্যে পান মেসি। অভিজ্ঞতার ছাপ রেখে প্রথম ছোঁয়াতেই বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে পরাস্ত করেন। এরপর তার তুলনামূলক দুর্বল ডান পায়ে নেওয়া শট চলে যায় গোলরক্ষকের ধরাছোঁয়ার বাইরে, খুঁজে নেয় জালের একদম কোণা।
মেসির গোলের পরই কানসাসের স্টেডিয়ামে নেমে আসে স্তব্ধতা, কিন্তু ইন্টার মায়ামির সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। ম্যাচের বাকি সময়েও স্পোর্টিং কানসাস সিটি গোল শোধের চেষ্টা চালালেও মায়ামির জমাট রক্ষণে তারা সুবিধা করতে পারেনি।
এই জয়ে ইন্টার মায়ামি অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ফিরতি লেগের আগে কিছুটা এগিয়ে গেল। আগামী মঙ্গলবার ফ্লোরিডায় দ্বিতীয় লেগে নামবে মেসির দল, যেখানে তাদের লক্ষ্য থাকবে শেষ ষোলো নিশ্চিত করা। আর যদি মেসি এমনই খেলতে থাকেন, তাহলে শিরোপার পথে ইন্টার মায়ামির স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠবে!
MESSI WITH AN OUTRAGEOUS TOUCH AND WEAK FOOT FINISH TO PUT INTER MIAMI AHEAD IN THE FIRST LEG (via @FOXSoccer)pic.twitter.com/W034QaF49C
— ESPN FC (@ESPNFC) February 20, 2025
মন্তব্য করুন